ফনির প্রভাবে ভোটের প্রশিক্ষণ বাতিল রাখার ঘোষণা জেলা প্রশাসনের

মেদিনীপুর: ফনির জেরে ভোটের প্রশিক্ষণ বাতিল রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন৷ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ৪ ও ৫ তারিখ যে সমস্ত ভোটকর্মীদের প্রশিক্ষণ ছিল, তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে৷ খড়গপুর, মেদিনীপুর, ঘাটাল মহকুমার জন্য এই নির্দেশ দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন৷ জানা গিয়েছে, ৪ ও ৫ তারিখের পরিবর্তে প্রশিক্ষণ ৭ ও ৮ তারিখ

9358ed975f386443cb406c04cc6bbe12

ফনির প্রভাবে ভোটের প্রশিক্ষণ বাতিল রাখার ঘোষণা জেলা প্রশাসনের

মেদিনীপুর: ফনির জেরে ভোটের প্রশিক্ষণ বাতিল রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন৷ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ৪ ও ৫ তারিখ যে সমস্ত ভোটকর্মীদের প্রশিক্ষণ ছিল, তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে৷ খড়গপুর, মেদিনীপুর, ঘাটাল মহকুমার জন্য এই নির্দেশ দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন৷

জানা গিয়েছে, ৪ ও ৫ তারিখের পরিবর্তে প্রশিক্ষণ ৭ ও ৮ তারিখ খড়গপুর, মেদিনীপুরে ভোট কর্মীদের প্রশিক্ষণ নেওয়া হবে৷ ঘাটালে প্রশিক্ষণ নেওয়া হবে ৮ মে৷ জেলা শাসকের দপ্তরের সরকারি ওয়েবসাইটে এই নির্দেশ দ্রুত আপলোড করা হবে বলে জানিয়েছেন খড়্গপুর মহকুমা এসডিও সুদীপ সরকার৷

ফনির কথা মাথায় রেখে ভোট প্রশিক্ষণের দিন বদলের আর্জি জানান শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী৷ এবিষয়ে কিংকরবাবু বলেন, ‘‘আমি শিক্ষক শিক্ষা কর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে জেলার নির্বাচন আধিকারিকের কাছে আবেদন করেছিলাম ফনি ঝড়ের পরিপ্রেক্ষিতে ৪ ও ৫ তারিখের ট্রেনিং সিডিউল যাতে পরিবর্তন করা হয়। তাঁরা কথা দিয়েছিলেন, বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পর জানাবেন৷ পরে, আজ সন্ধ্যায় তা কার্যকর করা হয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *