কলকাতা: বছর খানেক আগে রাজ্য সরকারের অফিসে কর্মরত গ্রুপ ডি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ)-এ বেশ কিছু অনিয়ম ধরা পড়েছিল। কয়েকজন কর্মীর পিএফ তহবিলে যত টাকা জমা ছিল, তার থেকে বেশি টাকা অগ্রিম হিসেবে তুলে নেওয়া হয়। অর্থ দপ্তরের নজরে আসার পর ওই ত্রুটি সংশোধন করা হয়।
এবার গ্রুপ ডি কর্মীদের জিপিএফ-এর উপর নজরদারি চালাতে পুরো ব্যবস্থাটিকে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (আইএফএমএস)-এর মধ্যে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রুপ ডি কর্মীদের জন্য অনলাইন জিপিএফ মডিউল চালু করা হয়েছে।
এই সংক্রান্ত নির্দেশিকা গত ২৮ ফেব্রুয়ারি জারি করেছিল অর্থ দপ্তর। গ্রুপ ডি কর্মীদের জিপিএফ অ্যাকাউন্ট আইএফএমএস পোর্টালে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব দপ্তরের প্রধানদের নির্দেশ পাঠানো হয়। কিন্তু এখনও অনেক অফিসে এই কাজ করা হয়নি।
গত ২৫ এপ্রিল অর্থ সচিব হরিকৃষ্ণ দ্বিবেদি এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। দপ্তরের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, মে মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। ওই মাসের পে বিল তৈরি হওয়ার আগে এটা করতে হবে। এই কাজ সম্পূর্ণ হলে তবেই গ্রুপ ডি কর্মীদের জিপিএফ সংক্রান্ত তথ্য অনলাইন ব্যবস্থায় নিয়ে আসা যাবে।