আত্মহত্যা করতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি ৪৫০ চিকিৎসকের

নয়াদিল্লি: ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল৷ দেশ গড়তে দায়িত্ব নেবে নতুন সরকার৷ কিন্তু, দেশের দায়িত্ব নেওয়ার আগে চূড়ান্ত অস্বস্তি পড়তে চলেছে নতুন৷ সৌজন্যে ডাক্তারদের গণবিদ্রোহ৷ গণ-আত্মহত্যা করতে চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি ৪৫০ জন চিকিৎসকের৷ কিন্তু, হঠাৎ কেন এই বিদ্রোহ? গণ-আত্মহত্যা আবেদন কেন? জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বেতনের সমস্যায় ভুগছেন দিল্লির হিন্দু রাও হাসপাতালের ডাক্তাররা৷ তাঁদের

96701b21b0ed3e34a47f7a4c439a38d2

আত্মহত্যা করতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি ৪৫০ চিকিৎসকের

নয়াদিল্লি: ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল৷ দেশ গড়তে দায়িত্ব নেবে নতুন সরকার৷ কিন্তু, দেশের দায়িত্ব নেওয়ার আগে চূড়ান্ত অস্বস্তি পড়তে চলেছে নতুন৷ সৌজন্যে ডাক্তারদের গণবিদ্রোহ৷ গণ-আত্মহত্যা করতে চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি ৪৫০ জন চিকিৎসকের৷

কিন্তু, হঠাৎ কেন এই বিদ্রোহ? গণ-আত্মহত্যা আবেদন কেন? জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বেতনের সমস্যায় ভুগছেন দিল্লির হিন্দু রাও হাসপাতালের ডাক্তাররা৷ তাঁদের দাবি, বছরের অন্তত দু’তিনবার তাঁদের বেতন বন্ধ হয়ে যায়৷ তখন দিল্লির নগর নিগমে হত্যে দিতে হয়৷ কিন্তু, তাতেও মেটেনি সুরহা৷ দীর্ঘ দিন ধরে বেতন না পেয়ে সোমবার থেকে ধর্মঘটেরও নেমেছেন চিকিৎসকরা৷ ধর্মঘটের পরও সরকারের তরফে কোনও পদক্ষেপ না নেওয়ায় অবশেষে গণ-আত্মহত্যা করতে চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের কাছে আর্জি চিকিৎসকদের৷

আত্মহত্যা করতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি ৪৫০ চিকিৎসকেরহিন্দু রাও হাসপাতালের ডাক্তারদের দাবি, তাঁদের বেতন বন্ধ হতে হতে এমন অবস্থা তৈরি হয়েছে, বর্তমানে তাঁরা প্রত্যেকেই তীব্র আর্থিক সঙ্কটে ভুগছে৷ এমনকী পরিবার চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে৷ এই অবস্থায় তাঁদের সামনে আত্মহত্যা করা ছাড়া আর কোনও পথ খোলা নেই৷ আর তাই ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে ৪৫০ জন ডাক্তার চিঠি লিখে আইনসঙ্গতভাবে আত্মহত্যা করার জন্য অনুমতি চেয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *