অক্ষম শরীরে অদম্য লড়াই, সময় মেপে খাবার পৌঁছে দেন রামু, দেখুন ভিডিও

নয়াদিল্লি: ইচ্ছে থাকলেই যে উপায় হয়, তার জলজ্যান্ত প্রমাণ করে দেখালেন দিল্লির রামু৷ জোম্যাটোর একজন ডেলিভারি বয় রামু৷ জন্মের পর থেকেই হাঁটতে পারেন না তিনি৷ কিন্তু, বেঁচে থাকার লড়াইয়ে রামুও সামিল তাঁর হুইল চেয়ারে৷ ট্রাইসাইকেলে চড়ে বাড়ি বাড়ি খাবার নিয়ে হাজির হন সময় মতো৷ কারণ, এটাই যে রামুন অন্ন সংস্থানের প্রধান অবলম্বন৷ তাঁর অক্ষমতা তাঁকে

অক্ষম শরীরে অদম্য লড়াই, সময় মেপে খাবার পৌঁছে দেন রামু, দেখুন ভিডিও

নয়াদিল্লি: ইচ্ছে থাকলেই যে উপায় হয়, তার জলজ্যান্ত প্রমাণ করে দেখালেন দিল্লির রামু৷ জোম্যাটোর একজন ডেলিভারি বয় রামু৷ জন্মের পর থেকেই হাঁটতে পারেন না তিনি৷ কিন্তু, বেঁচে থাকার লড়াইয়ে রামুও সামিল তাঁর হুইল চেয়ারে৷ ট্রাইসাইকেলে চড়ে বাড়ি বাড়ি খাবার নিয়ে হাজির হন সময় মতো৷ কারণ, এটাই যে রামুন অন্ন সংস্থানের প্রধান অবলম্বন৷

তাঁর অক্ষমতা তাঁকে আটকে রাখতে পারেনি৷ চালিয়ে গিয়েছেন নিজের লড়ই৷ নিজের যোগ্যতায় পেয়েছেন বাবুদের খাবার পৌঁছে দেওয়ার চাকরি৷ এহেন জোম্যাটোর ডেলিভারি বয় রামুর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল৷ তার সেই ভিডিও জিতে নিয়েছে সোস্যাল দুনিয়ার মন৷

রামুর এই ভিডিও প্রকাশিত হওয়ার পরেই প্রশংসায় ফেটে পড়েন নেটিজেনরা৷ শুধু রামুর নয়, সকলেই জোম্যাটোরও প্রশংসা করেছে৷ বিশেষভাবে সক্ষম ব্যক্তির রুজি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার জন্য নেটিজেনরা অভিনন্দন জানাচ্ছেন জোম্যাটোকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 3 =