নয়াদিল্লি: ফের চোখ রাঙাচ্ছে করোনা৷ ক্রমেই দেশে উর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ৷ এই আবহে চিঠি পাঠিয়ে দেশের ছয় রাজ্যে সতর্কতা জারি করল কেন্দ্র। এই ছয় রাজ্যে করোনার সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে৷ পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, সে কারণে সঠিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে৷ চিঠি পাঠানো হয়েছে মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গনা, তামিলনাড়ু, কেরালা এবং কর্নাটকে।
চিঠি দিয়ে ওই ছয় রাজ্যের প্রশাসনকে কোভিডের পরীক্ষা, চিকিৎসা এবং টিকাকরণের উপর জোর দেওয়ার নির্দেশ দিয়ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব৷ পাশাপাশি কড়া নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। কোভিড সংক্রমণ ঠেকাতে জেলা, উপ জেলা এবং পঞ্চায়েত স্তরে কোভিড টেস্টের পরমাণ বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘‘বেশ কিছু রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। সংক্রমণ প্রতিরোধ এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজনীয় পন্থা অবলম্বন করতে হবে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এখনও পর্যন্ত যে যে পদ্ধতিতে লাভ হয়েছে তা নজরে রেখেই এই ব্যবস্থা গ্রহণ করতে হবে।’’
চিঠিতে আরও বলা হয়েছে, ‘‘করোনা পরিস্থিতির উপর রাজ্যগুলিকে কড়া নজরদারি চালাতে হবে এবং যেভাবেই হোক ভাইরাসের বিস্তারকে রোধ করতে হবে। প্রয়োজনে অনেক আগে থেকেই পদক্ষেপ করতে হবে।’’
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০০৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪,৬২৩। চার মাস পর ফের করোনার দৈনিক সংক্রমণ ৭০০-র গণ্ডি পেরল৷ যা যথেষ্ট উদ্বেগের৷ এর আগে গত বছর ১২ নভেম্বর দেশে ৭৩৪ জন করোনা আক্রান্ত হয়েছিলেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>