৬ বছর ধরে ‘নিখোঁজ’ বাংলার আইএএস অফিসার, তারপর…

কলকাতা: প্রায় ৬ বছর ধরে দপ্তরে গরহাজির৷ ছুটি ছাড়াই কাজে অনুপস্থিত পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার৷ ১৯৯৬ ব্যাচের ‘নিখোঁজ’ আইএএস অফিসার আর রণজিৎকে শোকজ রাজ্যের৷ জানা গিয়েছে, আর রণজিৎ ২০০৮ সালে স্টাডি লিভ নেন৷ তারপর কয়েকবার তিনি ছুটির সময়সীমাও বাড়ান৷ গত ২০১৩ সালের ১৪ জুলাইয়ের পর ছুটির মেয়াদ আর বাড়ানো হয়নি৷ কিন্তু, তারপরও তিনি কাজেও যোগ

b28c9bd0590787176fd3d3c343ef96ce

৬ বছর ধরে ‘নিখোঁজ’ বাংলার আইএএস অফিসার, তারপর…

কলকাতা: প্রায় ৬ বছর ধরে দপ্তরে গরহাজির৷ ছুটি ছাড়াই কাজে অনুপস্থিত পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার৷ ১৯৯৬ ব্যাচের ‘নিখোঁজ’ আইএএস অফিসার আর রণজিৎকে শোকজ রাজ্যের৷

জানা গিয়েছে, আর রণজিৎ ২০০৮ সালে স্টাডি লিভ নেন৷ তারপর কয়েকবার তিনি ছুটির সময়সীমাও বাড়ান৷ গত ২০১৩ সালের ১৪ জুলাইয়ের পর ছুটির মেয়াদ আর বাড়ানো হয়নি৷ কিন্তু, তারপরও তিনি কাজেও যোগ দেননি৷ ছ’বছর গরহাজির থাকায় কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর ওই আধিকারিককে শোকজ নোটিস পাঠিয়েছে বলে খবর৷

গত ৩১ মে তাঁর চেন্নাইয়ের ঠিকানায় নোটিস পাঠানো হয়৷ কিন্তু, এক মাসের মধ্যে কাজে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হলেও তিনি তা করেননি৷ ১৯৯৬ ক্যাডারের আইএএস অফিসাররা এখন রাজ্য সরকারের সচিব পদে রয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *