বেতন বৃদ্ধি ইস্যুতে সরকারি কর্মীদের চূড়ান্ত বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা ও ষষ্ঠ পে কমিশন ইস্যুতে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার ৫২ দপ্তরের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক শেষে কর্মচারীদের ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার চেষ্টা করেন মমতা৷ বলেন, ‘‘এত দেনা৷ চলতি বছরে ৫৬ হাজার কোটি টাকা দেনা দিতে হবে৷ তাও, গত আট বছরে প্রচুর উন্নতি হয়েছে৷ কিন্তু, সবসময় এটা দাউ, ওটা

বেতন বৃদ্ধি ইস্যুতে সরকারি কর্মীদের চূড়ান্ত বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা ও ষষ্ঠ পে কমিশন ইস্যুতে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার ৫২ দপ্তরের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক শেষে কর্মচারীদের ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার চেষ্টা করেন মমতা৷

বলেন, ‘‘এত দেনা৷ চলতি বছরে ৫৬ হাজার কোটি টাকা দেনা দিতে হবে৷ তাও, গত আট বছরে প্রচুর উন্নতি হয়েছে৷ কিন্তু, সবসময় এটা দাউ, ওটা দাউ করে কী হবে? টাকা আসবে কোথা থেকে৷ মনে রাখবেন আমরাই একমাত্র ১৩৪ শতাংশ ডিএ দিচ্ছি৷ বাম আমলের ডিএ আমাদের দিতে হচ্ছে৷’’

সরকারি কর্মীদের ক্ষোভের আঁচ পেয়ে ষষ্ঠ পে কমিশন ইস্যুতে বলেন, ‘‘আগে পে কমিশন রিপোর্ট দিক৷ ওই রিপোর্ট দেখে সাধ্যমত চেষ্টা করব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =