অবশেষে DA মামলার রায়ের দিন ঘোষণা, আদৌ হবে কার্যকর?

কলকাতা: অবশেষে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার চূড়ান্ত রায় দিতে চলেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল বা স্যাট৷ আগামী ৮ আগস্ট সরকারি কর্মচারী পরিষদের দায়ের করা মামলার রায় ঘোষণার দিন স্থির হয়েছে৷ বিচারক রঞ্জিতকুমার বাগ ও বিচারক সুবেশ দাসের বেঞ্চ এই মামলার চূড়ান্ত রায়দানের দিনক্ষণ স্থির হয়েছে বলে জানা গিয়েছে৷ মামলার রায় নিয়ের দিন নিয়ে কর্মী

f53d9ecb4f2d690989904656c09d20d7

অবশেষে DA মামলার রায়ের দিন ঘোষণা, আদৌ হবে কার্যকর?

কলকাতা: অবশেষে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার চূড়ান্ত রায় দিতে চলেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল বা স্যাট৷ আগামী ৮ আগস্ট সরকারি কর্মচারী পরিষদের দায়ের করা মামলার রায় ঘোষণার দিন স্থির হয়েছে৷

বিচারক রঞ্জিতকুমার বাগ ও বিচারক সুবেশ দাসের বেঞ্চ এই মামলার চূড়ান্ত রায়দানের দিনক্ষণ স্থির হয়েছে বলে জানা গিয়েছে৷ মামলার রায় নিয়ের দিন নিয়ে কর্মী মহলে চর্চা শুরু হয়েছে৷ আগামী ৮ আগস্ট স্যাটের তরফে রাজ্যকে ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হলে রাজ্য কি ফের উচ্চ আদালতে যাবে? তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এমনিতেই রাজ্য সরকার আদালতে জানিয়ে দিয়েছে, টাকা না থারায় কর্মীদের বকেয়া ডিএ দেওয়া যাচ্ছে না৷ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, এই রাজ্য সরকার একমাত্র ১৩৪ শতাংশ ডিএ দিয়ে থাকে৷ ফলে, রায় ঘোষণার পরও তা কার্যকর করা নিয়েই দোলাচলে কর্মীদের একাংশ৷ যদিও, হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, ডিএ মামলার চূড়ান্ত রায় দেবে স্যাট৷ এতে হস্তক্ষেপ করবে না উচ্চ আদালত৷

তবে, মামলার রায় ঘোষণার পরেও রয়েছে আইনি প্যাঁচ৷ কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ প্রদানের দাবিতে আইএনটিইউসি প্রভাবিত কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মামলাও হাইকোর্ট ঘুরে স্যাটে ঝুলে রয়েছে৷ আগামী ১৮ জুন ওই মামলার শুনানি৷ ফলে, সব মিলিয়ের আইনি জট কেটেও কাটছে না ডিএ মামলার ভবিষ্যত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *