স্বাস্থ্যে অচলাবস্থা রুখতে মমতাকে গুরুত্বপূর্ণ বার্তা রাজ্যপালের

কলকাতা: এনআরএস কাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ স্বাস্থ্যে অচলাবস্থা কাটাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অর্জি রাজ্যপালের৷ চিঠি পাঠিয়ে আন্দোলকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর আর্জি জানিয়েছেন রাজ্যপাল৷ সমস্যা মেটাতে তদন্তের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন রাজ্যপাল৷ রাজ্যপালের আর্জি প্রসঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে৷ রাজ্যপালের সঙ্গে

স্বাস্থ্যে অচলাবস্থা রুখতে মমতাকে গুরুত্বপূর্ণ বার্তা রাজ্যপালের

কলকাতা: এনআরএস কাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ স্বাস্থ্যে অচলাবস্থা কাটাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অর্জি রাজ্যপালের৷ চিঠি পাঠিয়ে আন্দোলকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর আর্জি জানিয়েছেন রাজ্যপাল৷ সমস্যা মেটাতে তদন্তের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন রাজ্যপাল৷

রাজ্যপালের আর্জি প্রসঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে৷ রাজ্যপালের সঙ্গে আমার কোনও দ্বন্দ্ব নেই৷ আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি৷’’ রাজভবন সূত্রে খবর, রাজ্যজুড়ে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক না হওয়া উদ্বিগ্ন রাজ্যপাল৷ পরিস্থিতি দ্রুত সমাধান চেয়েও রাজ্যের কাছে ফের চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল৷

শুক্রবার সন্ধ্যায় রোগীর পরিবারের সদস্যদের হাতে বেধড়ক মারধরে গুরুতর আহত হন ইন্টার্ন চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন রাজ্যপাল৷ সেখানে গিয়ে রাজ্যপাল ত্রিপাঠী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি৷ ফোন করেছিলাম৷ তবে যোগাযোগ হয়নি৷ উনি যোগাযোগ করলে কথা বলব৷’’

ইতিমধ্যেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল৷ করেছেন ৪দলীয় বৈঠক৷ বাংলায় শান্তি ফেরাতে রাজ্যের শাসকদলকে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন৷ আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতেও আনুরোধ করেছিলেন তিনি৷ কিন্তু, তাতেও কোনও কাজ না হওয়ায় এবার খোদ মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ খবর রাজভবন সূত্রে৷ তবে, এই তলব প্রসঙ্গে রাজ্য প্রশাসন সূত্রে এখনও কিছু জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − three =