রাজ্য পুলিশের পদোন্নতিতে নয়া নির্দেশিকা রাজ্যের

কলকাতা: বকেয়া ডিএ৷ ষষ্ঠ বেতন কমিশন নিয়ে টানাপোড়েনও তুঙ্গে৷ এবার এই পরিস্থিতিতে রাজ্য পুলিশে এখন থেকে নিচুতলার পুলিশ কর্মীদের জন্য প্রি-প্রোমোশনাল ট্রেনিংয়ে ব্যবস্থা তুলে দিল রাজ্য সরকার৷ পদোন্নতি পাওয়ার জন্য এখন থেকে আর প্রশিক্ষক বাধ্যতামূলক হচ্ছে না৷ নতুন নিয়মে এখন থেকে পদমর্যাদায় উন্নীত হওয়ার দুই বছরের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ করতে হবে৷ সরকারি নির্দেশিকা জারি

রাজ্য পুলিশের পদোন্নতিতে নয়া নির্দেশিকা রাজ্যের

কলকাতা: বকেয়া ডিএ৷ ষষ্ঠ বেতন কমিশন নিয়ে টানাপোড়েনও তুঙ্গে৷ এবার এই পরিস্থিতিতে রাজ্য পুলিশে এখন থেকে নিচুতলার পুলিশ কর্মীদের জন্য  প্রি-প্রোমোশনাল ট্রেনিংয়ে ব্যবস্থা তুলে দিল রাজ্য সরকার৷

পদোন্নতি পাওয়ার জন্য এখন থেকে আর প্রশিক্ষক বাধ্যতামূলক হচ্ছে না৷ নতুন নিয়মে এখন থেকে পদমর্যাদায় উন্নীত হওয়ার দুই বছরের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ করতে হবে৷  সরকারি নির্দেশিকা জারি করে ইতিধ্যেই তা জানিয়ে দেওয়া হয়েছে৷ নয়া এই ব্যবস্থায় নিচুতলায় পুলিশের শূন্যপদের সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে৷

পুলিশের পদোন্নতির ক্ষেত্রে নিচুতলার কর্মীরা অনেক দেরিতে প্রোমোশন পেতেন বলে অভিযোগ উঠত৷ এই প্রোমোশনাল ট্রেনিং করা নিয়ে সমস্যার জেরে অনেকের প্রোমোশন পেতে দেরি হচ্ছিল বলেও অভিযোগ৷ ওই ট্রেনিংয়ে তিন মাস সময় লাগত৷ নতুন নিয়মে এটা আরও সরল করে দেওয়া হল বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eighteen =