শ্বাসকষ্ট হয়েছে অনুব্রতর, তিহাড় জেল হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা

শ্বাসকষ্ট হয়েছে অনুব্রতর, তিহাড় জেল হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা

নয়াদিল্লি: গরু পাচার মামলায় বর্তমানে তিহাড় জেলে বন্দি আছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। আসানসোল জেলে ফেরার চেষ্টাও তিনি করেছেন তবে আপাতত কোনও ফল পাননি। এই অবস্থায় আবার অসুস্থ হয়ে পড়লেন তিনি। জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন কেষ্ট, আর এখন ভর্তি হয়েছেন তিহাড় জেল হাসপাতালে। তবে হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। কিন্তু সমস্যা একেবারে চলে যায়নি। 

আরও পড়ুন- স্কুলের প্রেমিকার সঙ্গে গাঁটছড়া, সংসার বেঁধেই নাম পাল্টান লালুর পুত্রবধূ! বাবা হলেন তেজস্বী

তিহাড় জেলে যাওয়ার আগে আদালতে তাঁর মক্কেলের শারীরিক অসুস্থতার কথাই জানিয়েছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। তারও আগে অসুস্থতাকে হাতিয়ার করে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে বাধা দেওয়ার চেষ্টাও করেছেন তারা। কিন্তু কোনও ক্ষেত্রেই লাভের লাভ কিছু হয়নি। বরং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আর্জিই মেনেছে আদালত। দীর্ঘদিন আসানসোল জেলে থাকার পর অবশেষে তাঁকে দিল্লি আনতে সক্ষম হয় ইডি। তারপর রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রতকে তিহাড়ে পাঠায়। যদিও ইতিমধ্যেই আসানসোল আদালতে ফিরতে চেয়ে আবেদন করেছেন তিনি। পরের মাসেই এই মামলার শুনানি।