এখনই জামিন পাচ্ছেন না কেষ্ট, দিল্লি আদালতে ৪ মাস পিছিয়ে গেল শুনানি

এখনই জামিন পাচ্ছেন না কেষ্ট, দিল্লি আদালতে ৪ মাস পিছিয়ে গেল শুনানি

কলকাতা: গরু পাচার মামলায় ইডি-র হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলের ঠিকানা এখন দিল্লির তিহাড় জেল। তবে সেখানে মন টিকছে না বীরভবূমের তৃণমূল জেলা সভাপতির। আসানসোল জেলে ফিরতে চেয়ে আর্জি জানিয়েছেন। পাশাপাশি চলছে তাঁর জামিনের মামলার। বুধবার দিল্লি হাইকোর্টে ছিল কেষ্টর জামিনের আবেদনের শুনানি। কিন্তু এদিনও সুরাহা হল না। বরং বিচারক দীনেশ শর্মার ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি প্রায় ৪ মাস পিছিয়ে দিল।

আরও পড়ুন- মেয়াদ বাড়ল প্যান-আধার সংযুক্তিকরণের, অনেকটা সময় মিলবে

এদিনের শুনানির সময় বিচারক ইডি-র কাছে জানতে চান তারা কেন অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা করছে। জবাবে কেন্দ্রীয় সংস্থার আইনজীবী বলেন, অনুব্রতকে অনেক আগেই নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। কিন্তু তিনি একাধিক মামলা করায় হেফাজতে নিতে বিলম্ব হয়। এর পরেই অনুব্রতর আইনজীবী পাল্টা জানান, কেন ইডি অনুব্রতকে হেফাজতে নিল, সেই কারণটাই স্পষ্ট নয়। এখনও তাঁর বিরুদ্ধে কোনও চার্জশিটও জমা দেয়নি কেন্দ্রীয় সংস্থা। তবে ইডির কেন অনুব্রতর জামিনের বিরোধিতা করছে সেই বিষয়টি আদালতে স্পষ্ট করা হয়৷ 

শুনানি শেষে বিচারকের নির্দেশ, সেই কপি যেন অনুব্রত মণ্ডলের আইনজীবীর হাতে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে, অনুব্রতর সব মামলার শুনানির জন্য আগামী ২৭ মার্চের দিন ধার্য করা হয়েছে।