কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে না। এনিয়ে ক্ষোভের শেষ নেই৷ বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের ক্ষোভ সামাল দিতেও বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারকে নবান্নে ডেকে প্রায় দু’ঘণ্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে কমিশনকে দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কর্মীদের মধ্যে অসন্তোষ ও প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনার অভিযোগ তুলে এবার ষষ্ঠ বেতন কমিশনের দ্বারস্থ তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন৷ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের প্যাডে লেখা ষষ্ঠ বেতন কমিশনের লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
ভাইরাল হওয়া তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের চিঠিতে বেতন কমিশনের উদ্দেশে লেখা হয়েছে, ‘‘কেন্দ্রীয় সরকারি ও প্রায় সব রাজ্যের প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামোর সঙ্গে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামোর বিস্তর ফারাক রয়েছে৷ এর মূলে রয়েছে বিগত বাম সরকারের ভ্রান্ত শিক্ষানীতি৷ কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নিয়ম অনুযায়ী, সারা ভারতবর্ষের প্রাথমিক শিক্ষকদের যোগ্যতামান উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর, স্নাতক ও দুই বছরের ডিএলএড কোর্স বাধ্যতামূলক করেছে৷ পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের সরকার সমস্ত প্রাথমিক শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক নির্ধারিত যোগ্যতামানে উন্নতি করেছে৷’’
কেন্দ্রীয় সরকার ও অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামোর ফারাক পে কমিশনকে তথ্য দিয়েও তুলে ধরা হয়েছে৷ বলা হয়েছে, ‘‘কেন্দ্রীয় সরকার ও অন্যান্য প্রায় সব রাজ্যের প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো Pay Scale: Pay Band-৯৩০০-৩৪৮০০ Grade Pay: ৪২০০. আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো Pay Scale: Pay Band-৫৪০০-২৫২০০, Grade Pay-২৬০০’’
বেতন কমিশনের কাছে তাদের আর্জি, ‘‘মহাশয় আপনাদের কাছে বিনীত নিবেদন এই যে, ভারতবর্ষের প্রায় সমস্ত অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের বেতনক্রম অনুসারে আমাদের রাজ্যের বেতন কাঠামো উন্নত করার উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাচ্ছি৷’’
চিঠির নীচে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক অশোক রুদ্রের একটি স্বাক্ষর দেখা দিয়েছে৷ আদৌ কি তৃণমূলের তরফে এমন দাবি করা হয়েছে? আজ বিকেল ডট কমের তরফে অশোক রুদ্রর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বেজে গিয়েছে তাঁর৷ ফলে, অশোকবাবুর প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷