কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন জাতীয় স্বাস্থ্য মিশনের আরবান পাব্লিক হেলথ সেন্টারে অক্সলিয়ারি নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি (এ.এন.এম) ট্রেনিং কোর্সে ভর্তি শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পাশ বিবাহিতা, বিধবা তরুণীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১.১.২০১৯ হিসাবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তপসিলি ও প্রতিবন্ধিরা ৫ বছর আর ওবিসিরা ৩ বছর বয়সে ছাড় পাবেন। ২ বছরের ট্রেনিং। সফল হলে আরবান লোকাল বডিজ (ইউ.এল.বি.) তে জয়েনিংয়ের জন্য পাঠানো হবে। ভোকেশনাল শাখার প্রার্থীরা যোগ্য নন।
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাইয়ের জন্য উচ্চমাধ্যমিক এ পাওয়া নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি হবে।
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করবেন ফুলস্কাপ কাগজে, নিজে হাতে লিখে ও পূরণ করে। দরখাস্তের বয়ান পাবেন এই ওয়েবসাইটে www.wbhealth.gov.in কোন কলম পূরণ না করলে বা, অসম্পূর্ণ থাকলে ওই দরখাস্ত বাতিল করা হবে। দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে/ স্পিড পোস্টে/ হাতে হাতে।পুরন করা দরখাস্ত পৌঁছানো চাই ২৬ জুনের মধ্যে। দরখাস্ত পাঠাবেন সংশ্লিষ্ট জেলার চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথের (CMOH) অফিসে।
এই ঠিকানায়- মুর্শিদাবাদ জেলার প্রার্থীরা এই ঠিকানায়: Office of the Chief Medical Officer of Health (Ground Floor), 14, Cantonment Road, PO-Berhampore, Dist-Murshidabad, Pin-742101 । উত্তর ২৪ পরগণা জেলার প্রার্থীরা এই ঠিকানায়: Office of the Chief Medical Officer of Health, Banamalipore, Barasat, Pin – 700124 ।
অন্যান্য জেলার বেলায় দরখাস্ত পাঠাবেন সংশ্লিষ্ট জেলার চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথের (CMOH) অফিসের নির্দিষ্ট ঠিকানায়।