দৈনিক আক্রান্ত ১০ হাজার পার দেশে, কয়েক ঘণ্টাতেই বিরাট রদবদল পরিসংখ্যানে

দৈনিক আক্রান্ত ১০ হাজার পার দেশে, কয়েক ঘণ্টাতেই বিরাট রদবদল পরিসংখ্যানে

নয়াদিল্লি: সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং আশঙ্কা দুটোই হু হু করে বৃদ্ধি পাচ্ছে কারণ দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে এদিন। সরকারি তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজার ১৫৮ জন। ফলে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। ভারতের এই সংক্রমণ ২০২২ সালের অগাস্ট মাসের পর থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ। 

আরও পড়ুন: কোভিডের নতুন কিছু উপসর্গ দেখা দিচ্ছে! দৈনিক সংক্রমণও বাড়াচ্ছে চিন্তা

বিগত বছরগুলিতে করোনা সংক্রমণে শীর্ষে থেকে এসেছে মহারাষ্ট্র, দিল্লি। এবারেও সেইসব রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে বিশেষজ্ঞ মহলে। এই মুহূর্তেও দেশের মধ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। নতুন করে সেরাজ্যে আক্রান্ত হয়েছেন আরও প্রায় ১ হাজার ২০০ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। এমন পরিস্থিতি দেখার পর স্বাভাবিকভাবেই শঙ্কা বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আবার কি তাহলে আগের দিন ফিরে আসছে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা অতিরিক্ত চিন্তা করতে মানা করছেন। যদিও সাবধানে এবং সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।