নয়াদিল্লি: সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং আশঙ্কা দুটোই হু হু করে বৃদ্ধি পাচ্ছে কারণ দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে এদিন। সরকারি তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজার ১৫৮ জন। ফলে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। ভারতের এই সংক্রমণ ২০২২ সালের অগাস্ট মাসের পর থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ।
আরও পড়ুন: কোভিডের নতুন কিছু উপসর্গ দেখা দিচ্ছে! দৈনিক সংক্রমণও বাড়াচ্ছে চিন্তা
বিগত বছরগুলিতে করোনা সংক্রমণে শীর্ষে থেকে এসেছে মহারাষ্ট্র, দিল্লি। এবারেও সেইসব রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে বিশেষজ্ঞ মহলে। এই মুহূর্তেও দেশের মধ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। নতুন করে সেরাজ্যে আক্রান্ত হয়েছেন আরও প্রায় ১ হাজার ২০০ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। এমন পরিস্থিতি দেখার পর স্বাভাবিকভাবেই শঙ্কা বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আবার কি তাহলে আগের দিন ফিরে আসছে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা অতিরিক্ত চিন্তা করতে মানা করছেন। যদিও সাবধানে এবং সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”গলাব্যথা কমানোর চিরাচরিত পদ্ধতি ঘরেই রয়েছে! Natural home remedies for sore throat” width=”560″>
আরও একটি বড় বিষয় পরিলক্ষিত হচ্ছে যে, করোনা সংক্রমণে নতুন কিছু উপসর্গ দেখা দিচ্ছে। সাম্প্রতিক সময়ে যারা কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে এমন উপসর্গ দেখা যাচ্ছে। মূলত সর্দিকাশি, গলাব্যাথা, কফ, পেশিতে ব্যাথা… এইসব উপসর্গ থাকে কোভিড রোগীদের মধ্যে। কিন্তু হালে দেখা যাচ্ছে, কিছু কিছু রোগীর বমি, ডায়েরিয়ার পাশাপাশি, ত্বক বিবর্ণ হয়ে যাওয়া, পা ফুলে যাওয়ার মতো লক্ষণ আছে। এছাড়া শ্বাসকষ্ট, ত্বকে ফুসকুড়ির মতোই কিছু বিষয়ও পরিলক্ষিত হচ্ছে।