পাটনা: এক স্বামীর ৪০ স্ত্রী! সকলেই থাকেন মিলেমিশে। অবাক হচ্ছেন? হ্যাঁ, এমনই আজব কাণ্ড ঘটল বিহারে৷ জাতিগণনার কাজ করতে গিয়ে মাথা ঘুরে গেল গণনায় নিযুক্ত কর্মীর৷ একযোগে ৪০ জন মহিলা জানালেন, তাঁদের স্বামীর নাম একই৷ সকলেই ‘রূপচাঁদ’!
এ কী ভাবে সম্ভব? একই তল্লাটে সব মহিলার স্বামী কী করে রূপচাঁদ হতে পারেন! এই রহস্যের সমাধান করতে গিয়ে যখন নিজের চুল ছেঁড়ার উপক্রম রাজীবরঞ্জন রাকেশের, ঠিক এমন সময় এসে হাজির ওই ৪০ জন মহিলার কয়েক ডজন সন্তান৷ তারাও সাফ জানিয়ে দেয়, তাদের বাবা একজনই, ‘রূপচাঁদ’।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নির্দেশে বিহারে শুরু হয়েছে জাতিগণনার কাজ৷ সেই কাজেই আরওয়াল জেলায় একটি নিষিদ্ধপল্লিতে হাজির হয়েছিলেন রাজীবরঞ্জন। সাত নম্বর ওয়ার্ডে গণনা চলার সময় প্রকাশ্যে আসে এই আজব দাবি। কিন্তু কে এই ‘রূপচাঁদ’? যাঁকে নিষিদ্ধপল্লির ৪০ জন মহিলা নিজের স্বামী ও তাদের সন্তানরা বাবা বলে উল্লেখ করছে। এমনকী ওই মহিলাদের আধার কার্ডেও স্বামী হিসেবে লেখা রয়েছে ‘রূপচাঁদে’র নাম। কিন্তু কোথায় থাকেন সেই ‘রূপচাঁদ’?
এনিয়ে যখন চরম বিভ্রান্তিতে পড়েছেন রাজীবরঞ্জন, তখন ধোঁয়াশা কাটালেন ওই মহল্লার মহিলারাই। তাঁরা জানালেন, ‘রূপচাঁদ’ কোনও ব্যক্তি বিশেষ নন। এটি আসলে তাঁদের কোড নেম। আসলে ‘রূপচাঁদ’-এর অর্থ টাকা৷ নাচ-গান করে খদ্দেরদের মনোরঞ্জন করতে হয় তাঁদের বিনিংময়ে মেলে টাকা। বেঁচে থাকার জন্য এই টাকাই তাঁদের কাছে সব। তাঁদের না আছে স্থায়ী ঠিকানা৷ না পরিবার৷ এই পরিস্থিতিতে রূপচাঁদই তাঁদের পরম আত্মীয়৷ পল্লির অনেক মহিলার কাছে ‘রূপচাঁদ’ শুধু তাঁদের স্বামী নয়, বাবার কিংবা সন্তানের মতো।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>