রাজ্যের নয়া নির্দেশে চূড়ান্ত বিপাকে বহু শিক্ষক, সিঁদুরে মেঘের আশঙ্কা

কলকাতা: স্কুলে তথ্য জানার প্রক্রিয়ায় শিক্ষকদের ঘাড়ে দায় চাপিয়ে নয়া ব্যবস্থা রাজ্য সরকারের৷ স্কুল সংক্রান্ত তথ্য জানার জন্য ডিআইদের পরিবর্ততে এবার স্কুলের প্রধান শিক্ষকদের ঢাক করার নয়া ব্যবস্থা কার্যকর হতে চলেছে বলে খবর৷ স্কুল সংক্রান্ত কোনও তথ্য জানতে চাইলে সরাসরি এবার প্রধান শিক্ষকদের কাছে আবেদনের পাঠানো যাবে৷ সেই প্রশ্নের উত্তর ৩০ দিনের মধ্যে না এলে

রাজ্যের নয়া নির্দেশে চূড়ান্ত বিপাকে বহু শিক্ষক, সিঁদুরে মেঘের আশঙ্কা

কলকাতা: স্কুলে তথ্য জানার প্রক্রিয়ায় শিক্ষকদের ঘাড়ে দায় চাপিয়ে নয়া ব্যবস্থা রাজ্য সরকারের৷ স্কুল সংক্রান্ত তথ্য জানার জন্য ডিআইদের পরিবর্ততে এবার স্কুলের প্রধান শিক্ষকদের ঢাক করার নয়া ব্যবস্থা কার্যকর হতে চলেছে বলে খবর৷ স্কুল সংক্রান্ত কোনও তথ্য জানতে চাইলে সরাসরি এবার প্রধান শিক্ষকদের কাছে আবেদনের পাঠানো যাবে৷ সেই প্রশ্নের উত্তর ৩০ দিনের মধ্যে না এলে আরটিআইয়ের ২০ ধারা অনুযায়ী দিন প্রতি ২৫০ টাকা ও সর্বোচ্চ ২৫০০০ টাকা জরিমানা হতে পারে শিক্ষকদের৷ নয়া এই ব্যবস্থা নিয়ে সিঁদুরে মেঘের আশঙ্কা তৈরি হয়েছে শিক্ষক মহলে৷

জানা গিয়েছে, এতদিন স্কুল সংক্রান্ত বিষয়ে তথ্য জানা আবেদনের অ্যাপিলেট অথরিটি ছিলেন ডিআইরা৷ কিন্তু, ডিআইদের অব্যাহতি দিয়ে অ্যাপিলেট অথরিটি হবেন সহকারী প্রধান শিক্ষক বা তাঁর অনুপস্থিতিতে বরিষ্ঠতম সহকারী শিক্ষকরা৷ নির্দিষ্ট সময়ে তথ্য না জানানো হলে প্রয়োজনে রাজ্য তথ্য কমিশন সংশ্লিষ্ট শিক্ষককে ডেকে পাঠাতে পারবে৷ এমনকী, হতে পারে জরিমানা৷ স্কুলশিক্ষা দপ্তরের তরফে নির্দেশ জারি করে দপ্তর ও কমিশনারেটেরও আরটিআই কাঠামোয় রদবদল করা হয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 20 =