কলকাতা: কৃষি বাবস্থাপনায় কোর্সের চাহিদা এখন বিশাল। প্রতি বছর এই পেশায় কয়েক হাজার দক্ষ ছেলেমেয়ে লাগে। সেই তুলনায় দক্ষ ছেলেমেয়ে খুবই কম। অথচ প্রতি বছর লাখ লাখ ডাক্তার ইঞ্জিনিয়ার পাশ করে বেরলেও সেই তুলনায় চাকরি নেই। অথচ এগুলির থেকে অনেক কম খরচে অনেক বেশি চাকরির সুযোগ আছে কৃষি বাবস্থাপনায়।
কিন্তু শুধুমাত্র প্রচারের অভাবে ছেলেমেয়েরা টা জানতে পারেনা। কৃষি বাবস্থাপনায় দক্ষ হয়ে চাকরি পেতে হলে কি নিয়ে পড়তে হবে কারাই বা পড়তে পারবে আর পড়লে কোথায় কি ধরণের চাকরি পাবে তা জানতে হলে চাই সঠিক গাইডেন্স। আর সেই গাইডেন্স এর জন্য চাই সঠিক প্রতিষ্ঠান।
উচ্চমাধ্যমিক পাশ করে সবচেয়ে কম খরচে কি ধরণের কৃষি বাবস্থাপনা কোর্স করলে এই ইন্ডাস্ট্রিতে একজন দক্ষ কর্মী হিসেবে চাকরি পাবেন তা জানতে হলে কল্যাণীর এই প্রতিষ্ঠানে যেতে পারেন- টেগোর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্ট, বি-৭/৩০৮, কল্যাণী, নদীয়া। ওয়েবসাইট: www.tsrdam.co.in।