আজ শিক্ষকদের পায়ের শব্দে কাঁপতে চলেছে শহরের রাজপথ

কলকাতা: সর্বভারতীয় যোগ্যতা অনুযায়ী বেতন ক্রমের দাবিতে আজ পথে নামছে উস্তি ইউনাইটেড অ্যাসোসিয়েশন৷ আজ, সকাল ১১টায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে প্রথমিক শিক্ষকদের মিছিল যাবে রানি রাসমনি অ্যাভিউনিউ পর্যন্ত৷ সংগঠনের রাজ্য সম্পাদক পৃথা বিশ্বাস জানান, প্রাইমারি শিক্ষকদের গ্রেড পে ২৬০০ থেকে বাড়িয়ে ৩২০০টাকা করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু, তাঁদের দাবি, ‘দয়া’র এই গ্রেড পে

আজ শিক্ষকদের পায়ের শব্দে কাঁপতে চলেছে শহরের রাজপথ

কলকাতা: সর্বভারতীয় যোগ্যতা অনুযায়ী বেতন ক্রমের দাবিতে আজ পথে নামছে উস্তি ইউনাইটেড অ্যাসোসিয়েশন৷ আজ, সকাল ১১টায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে প্রথমিক শিক্ষকদের মিছিল যাবে রানি রাসমনি অ্যাভিউনিউ পর্যন্ত৷

সংগঠনের রাজ্য সম্পাদক পৃথা বিশ্বাস জানান, প্রাইমারি শিক্ষকদের গ্রেড পে ২৬০০ থেকে বাড়িয়ে ৩২০০টাকা করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু, তাঁদের দাবি, ‘দয়া’র এই গ্রেড পে ৩২০০ টাকা নয়, সর্বভারতীয় প্রাইমারি শিক্ষকদের গ্রেড পের মতো ৪২০০ টাকা করতে হবে৷ পৃথার দাবি, কমপক্ষে ১৫ হাজার শিক্ষক এই মিছিলে যোগ দেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =