কার্যকাল শেষের পরেও কেন ইডি প্রধান বদল নয়? প্রশ্নের মুখে কেন্দ্র

কার্যকাল শেষের পরেও কেন ইডি প্রধান বদল নয়? প্রশ্নের মুখে কেন্দ্র

নয়াদিল্লি: কার্যকাল শেষ হয়ে যাওয়ার পরেও বারবার মেয়াদ বৃদ্ধি। ইডি প্রধান হিসেবে সঞ্জয় কুমার মিশ্রকে কেন ফিরিয়ে আনা হচ্ছে? সুপ্রিম কোর্টে এই প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। কেন বারবার তাঁকেই প্রধানের পদে রাখা হবে, কেন অন্য কাউকে পদে আনা হচ্ছে না, কেন্দ্রের কাছে এই প্রশ্নের উত্তর চেয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 

২০২০ সালের নভেম্বর মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর শীর্ষ পদে নিযুক্ত হন সঞ্জয় কুমার মিশ্র। কাজের মেয়াদ দু’বছরের থাকলেও পরে দফায় দফায় তা বাড়ানো হয়। এই নিয়ে প্রশ্ন তুলেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেই মামলার প্রেক্ষিতেই আদালতের প্রশ্নের মুখে পড়তে হল কেন্দ্রীয় সরকারকে। সুপ্রিম কোর্ট জানতে চায়, অবসর নেওয়ার পরেও কেন তিনবার তাঁর কার্যক্রম বৃদ্ধি করা হল? আর কি নির্ভরযোগ্য লোক নেই? কেন্দ্রীয় সলিসিটর জেনারেলকে এই নিয়ে জিজ্ঞাসা করা হয়।