পুলিশি তাণ্ডবের প্রতিবাদে এবার যুদ্ধ ঘোষণা শিক্ষকদের, ধর্না-অবস্থান কর্মসূচি

কলকাতা: সর্বভারতীয় যোগ্যতা অনুযায়ী বেতন ক্রমের দাবিতে পথে নেমে পুলিশি ‘তাণ্ডবে’র শিকার হলেন বাংলার প্রাথমিক শিক্ষকদের একাংশ৷ উস্তি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের ডাকা বেতন বৃদ্ধির আন্দোলনে শহর কলকাতার রাজপথে নামলেন কয়েক প্রাথমিক শিক্ষক৷ শিক্ষকদের সম্মিলিত প্রতিবাদ রুখতে পুলিশ ব্যারিকেড৷ ধস্তাধস্তি৷ গ্রেপ্তার৷ মিছিল রুখতে জলকামান ছোড়ে পুলিশ৷ আহত বেশ কয়েকজন শিক্ষক৷ শিক্ষক বিদ্রোহ ঘিরে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ার

পুলিশি তাণ্ডবের প্রতিবাদে এবার যুদ্ধ ঘোষণা শিক্ষকদের, ধর্না-অবস্থান কর্মসূচি

কলকাতা: সর্বভারতীয় যোগ্যতা অনুযায়ী বেতন ক্রমের দাবিতে পথে নেমে পুলিশি ‘তাণ্ডবে’র শিকার হলেন বাংলার প্রাথমিক শিক্ষকদের একাংশ৷ উস্তি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের ডাকা বেতন বৃদ্ধির আন্দোলনে শহর কলকাতার রাজপথে নামলেন কয়েক প্রাথমিক শিক্ষক৷ শিক্ষকদের সম্মিলিত প্রতিবাদ রুখতে পুলিশ ব্যারিকেড৷ ধস্তাধস্তি৷ গ্রেপ্তার৷ মিছিল রুখতে জলকামান ছোড়ে পুলিশ৷ আহত বেশ কয়েকজন শিক্ষক৷ শিক্ষক বিদ্রোহ ঘিরে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ার পর শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী৷ কিন্তু, বৈঠক ‘ফলপ্রসূ’ না হওয়ায় রানি রাসমনি অ্যাভিউনিউয়ে লাগাতার ধর্নায় বসলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ৷

উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক পৃথা বিশ্বাস জানান, ‘‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হলেও তা ফলপ্রসূ না হওয়ায় আমরা অবস্থানে বসতে বাধ্য হলাম৷ শিক্ষকদের উপর যেভাবে লাঠি জলকামান চালানো হল, তা আমরা মানছি না৷ সারা রাজ্যব্যাপী প্রাথমিক শিক্ষকদের এই ধর্ণায় আমরা আহ্বান করছি৷ কাল থেকে লাগাতার ধর্ণা চলবে৷’’

মিছিল ধর্মতলায় অভিমুখে এগোতেই ব্যারিকেড গড়ে তুলে শিক্ষকদের আটকানোর চেষ্টা করে পুলিশ৷ কিন্তু, শিক্ষক বিদ্রোহের আগুনে ভেঙে যায় ব্যারিকেড৷ পুলিশের সঙ্গে বচসায় জড়ায় শিক্ষকারা৷ শিক্ষকদের ভাত-কাপড়ের লড়াইয়ে আলগা হয়ে যায় পুলিশি ব্যারিকেড৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়৷ নামানো হয়েছে র‌্যাফ৷ শিক্ষকদের লক্ষ্য করে ছোড়া হয় জলকামান৷ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষককে লালবাজারে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর৷ এই ঘটনার প্রতিবাদে এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাল কালো রাখার ডাকও দেওয়া হয়েছে৷ শিক্ষকদের উপর জলকান ছোড়া ও গ্রেপ্তারির ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে৷

পুলিশি তাণ্ডবের প্রতিবাদে এবার যুদ্ধ ঘোষণা শিক্ষকদের, ধর্না-অবস্থান কর্মসূচিআষাঢ়ের রোদে পুড়ে এদিন মিছিল করেন শিক্ষকদের একাংশ৷ ওঠে স্লোগান৷ ‘দয় নয়, ভিক্ষা নয়, চাই যোগ্যতা অনুযায়ী বেতন৷’ আজ, সকাল ১১টায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে প্রথমিক শিক্ষকদের মিছিল যায় রানি রাসমনি অ্যাভিউনিউ পর্যন্ত৷ রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেন শিক্ষকদের একাংশ৷ অবিলম্বে বেতন বৃদ্ধির নির্দেশ কার্যকর করার ডাক দেওয়া হয়৷

পুলিশি তাণ্ডবের প্রতিবাদে এবার যুদ্ধ ঘোষণা শিক্ষকদের, ধর্না-অবস্থান কর্মসূচিপিআরটি স্কেলের দাবিতে আজ উস্তি সংগঠনের আহ্বানে কলকাতার মিছিলে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন৷ শিক্ষক শিক্ষা কর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী ছাড়াও রাজ্য কমিটির অন্যতম সদস্য তমাল মণ্ডল ও সুলগ্না পাল উপস্থিত ছিলেন৷ আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করে পুলিশ৷ পুলিশের এই ভূমিকাকে তীব্র ধিক্কার শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের৷ কিংকর অধিকারী বলেন, ‘‘শিক্ষকদের উপর পুলিশি তাণ্ডব, জলকামান ছোড়ার ঘটনায় আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি৷ অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি পিআরটি স্কেল মেনে নিক সরকার৷’’

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, ‘‘কলকাতার রাজপথে প্রাথমিক শিক্ষকদের PRT স্কেলের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ মিছিলে যখন পুলিশ লাঠিচার্জ করছে, জলকামান ছুড়ছে, ঠিক তখনই বিধানসভায় সরকারি বিল পেশ হচ্ছে বিধায়কদের দৈনিক ভাতা দ্বিগুণ করার জন্য৷ এটা অত্যন্ত লজ্জার৷ তীব্র ধিক্কার জানাই৷ আন্দোলনারীদের দাবি মেনে অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের PRT স্কেল চালু করুক রাজ্য৷’’

পুলিশি তাণ্ডবের প্রতিবাদে এবার যুদ্ধ ঘোষণা শিক্ষকদের, ধর্না-অবস্থান কর্মসূচিসংগঠনের রাজ্য সম্পাদক পৃথা বিশ্বাস জানান, প্রাইমারি শিক্ষকদের গ্রেড পে ২৬০০ থেকে বাড়িয়ে ৩২০০টাকা করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু, তাঁদের দাবি, ‘দয়া’র এই গ্রেড পে ৩২০০ টাকা নয়, সর্বভারতীয় প্রাইমারি শিক্ষকদের গ্রেড পের মতো ৪২০০ টাকা করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + six =