কলকাতা: দীর্ঘ পাঁচ মাস ধরে ঝুলে ছিল শিক্ষক নিয়োগ মামলা৷ অবশেষে শিক্ষক নিয়োগ মামলার ছাড়পত্র দিল দিল কলকাতা হাইকোর্ট৷ দীর্ঘ দিন ধরে নিয়োগের উপর স্থিতিদেশ ছিল৷ আজ, কলকাতা হাইকোর্টে দায়ের হওয়ার মামলা শুনানিতে স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে কাউন্সেলিং করার নির্দেশ হাইকোর্টের৷
প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্টে মামলার জেরে প্রায় মাস পাঁচেক সম্পূর্ণভাবে থমকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া৷ বিচারপতি শেখর ববি শরাফ ওই নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন৷ আজ, মঙ্গলবার ছিল চূড়ান্ত শুনানি৷ আইনানুগ ভাবে নিয়োগ হচ্ছে না, এই অভিযোগে তুলে মামলা দায়ের হয় আদালতে৷ কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়, মামলাকারীদের ‘পার্সোনালিটি টেস্ট’ নিয়ে ও মেধা তালিকা প্রকাশ করার পরেই যেন প্রার্থীদের নতুন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়৷ তারপরই করা যাবে প্রার্থীদের কাউন্সেলিং৷ ততদিন নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে৷ আজ, মামলার শুনানিতে হাইকোর্টে তরফে কাউন্সেলিংয়ের উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়৷ স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে কাউন্সেলিং করাতেও নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷
মামলাকারীদের অভিযোগ, মেধা তালিকা প্রকাশ না করেই প্রার্থীদের ‘ফাইনাল লিস্ট’ তৈরি করা হয়েছে৷ কিন্তু, এমন নিয়োগ প্রক্রিয়ার আইন অনুযায়ী মেধা তালিকা প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে যাওয়া যায় না৷ এখনও পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়নি৷ এই অভিযোগ সূত্রে আদালত আগেই জানিয়েছিল, এই ছয় মামলাকারীর পার্সোনালিটি টেস্ট নিতে হবে৷ তারপর তৈরি করা যাবে সফল প্রার্থীদের ফাইনাল লিস্ট৷ সেই সূত্রে প্রধান শিক্ষক নিয়োগের জন্য নতুন করে কাউন্সেলিংয়ের তারিখ প্রকাশ করতে হবে৷ কিন্তু, সবার আগে প্রকাশ করতে হবে মেধা তালিকা৷ এই মামলা চললেও আজ কাউন্সেলিংয়ের উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া আদালত৷