কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য ও পরিবার কল্যাণ সমিতি রাজ্যের স্বাস্থ্য বিভাগে মেডিক্যাল অফিসার-ডেন্টাল, ফিজিওথেরাপিস্ট, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, সাইকোলজিস্ট, আর্লি ইন্টারভেনশনিস্ট কাম স্পেশাল এডুকেটর, সোশ্যাল ওয়ার্কার, ল্যাবরেটরি টেকনিশিয়ান ও ডেন্টাল টেকনিশিয়ান পদে ৪০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে।
বয়স: ১ জানুয়ারি, ২০১৯ এর হিসেবে ৪০ বছরের মধ্যে।
পদ অনুযায়ী যোগ্যতা:
১)মেডিক্যাল অফিসার-ডেন্টাল: ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে বি ডি এস পাশ হতে হবে। পশ্চিমবঙ্গ ডেন্টাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে। কোন সরকারি বেসরকারি হাসপাতাল বা প্রাইভেট ক্লিনিক এ ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ: ৫টি । বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা।
২)ফিজিওথেরাপিস্ট: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপিতে ডিগ্রি পাশ হতে হবে। পেডিয়াট্রিক ফিজিওথেরাপিতে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ: ৫টি । বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা।
৩)অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট: আরসিআই স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিতে ডিগ্রি পাশ বা স্পিচ অ্যান্ড হিয়ারিংয়ে বি এস সি পাশ হতে হবে। শূন্যপদ: ৫টি । বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা।
৪)সাইকোলজিস্ট: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে ডিগ্রি পাশ হতে হবে। ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ: ৫টি । বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা।
৫)আর্লি ইন্টারভেনশনিস্ট কাম স্পেশাল এডুকেটর: কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশন বা আর্লি ইন্টারভেনশনে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে। ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ: ৫টি । বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা।
৬)সোশ্যাল ওয়ার্কার: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সোশিয়লজি বা সোশ্যাল ওয়ার্কে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাশ হতে হবে। ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ: ৫টি । বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা।
৭)ল্যাবরেটরি টেকনিশিয়ান: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল পাশ হতে হবে। মেডিক্যাল ল্যাবরেটরি / ল্যাবরেটরি টেকনিকসে ডিপ্লোমা পাশ হতে হবে। ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ: ৫টি । বেতন: প্রতি মাসে ১৭,২২০ টাকা।
৮)ডেন্টাল টেকনিশিয়ান: কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে। ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ: ৫টি । বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা।
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা ও ইন্টার্ভিউয়ের মাধ্যমে।
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটে Online Recruitment লিঙ্কে ক্লিক করে। এর জন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। ৩০ জুন ২০১৯ এর মধ্যে। দরখাস্তের ফী ১০০ টাকা অনলাইনে বা অফলাইনে ৩ জুলাই, ২০১৯ এর মধ্যে। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইটে।