এনামুলের তিন ভাগ্নে ভিন দেশে নাগরিকত্ব নিয়েছে! চার্জশিটে দাবি ইডির

এনামুলের তিন ভাগ্নে ভিন দেশে নাগরিকত্ব নিয়েছে! চার্জশিটে দাবি ইডির

নয়াদিল্লি: গরু পাচার কাণ্ড ইতিমধ্যেই চার্জশিট ফাইল করেছে ইডি। অনুব্রত মণ্ডল, সায়গল হোসেন, এনামুল হক… এই তিনজনের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ। তবে ইডি দাবি করেছে এই পাচার চক্রের মূল ‘কিংপিং’ এনামুল। আর তার তিন ভাগ্নেকে নিয়ে আরও বড় দাবি করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির কথায়, এনামুলের তিন ভাগ্নে কানাডার নাগরিকত্ব নিয়েছে। তাই ইতিমধ্যে তাদের ভারতে ফিরিয়ে আনার জন্য তোড়জোড় শুরু করেছেন ইডি আধিকারিকরা। 

এনামুলের তিন ভাগ্নে জাহাঙ্গির আলম ওরফে মন্টু, হুমায়ুন কবীর ওরফে পিন্টু ও মেহেদি হাসান এই পাচার ব্যবসায় সক্রিয়ভাবে জড়িত, এমনই দাবি করেছে ইডি। তাই তারা যদি দেশ থেকে পালিয়ে যেতে চূড়ান্ত সক্ষম হয় তাহলে এই পাচার কাণ্ডের অনেক তথ্যই সামনে আসবে না এবং মূল অভিযুক্তদের অনেকেই ছাড়া পেয়ে যাবে। তাই এই মুহূর্তে ইডি বিদেশ মন্ত্রক মারফৎ কানাডা সরকারের সঙ্গে যোগাযোগ করছে এই তিনজনকে ফিরিয়ে আনতে। জানা গিয়েছে, সম্প্রতি ওই তিনজন সেখানকার অভিবাসন দফতরের কাছে ভারতীয় পাসপোর্টসহ এখানকার নাগরিকত্ব সম্পর্কিত সমস্ত নথি জমা করেছে।