কলকাতা: রাজ্যে আইটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের কতজনের কর্মসংস্থান হয়েছে, তার কোনও পরিসংখ্যান রাজ্য সরকারের কাছে নেই বলে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানালেন কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু৷ তবে তিনি জানিয়েছেন, আইটিআইর জনপ্রিয় ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্তদের ৮০ শতাংশের কর্মসাংস্থান হয়েছে৷
তৃণমূল বিধায়ক নার্গিস বেগমের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, এখন আরও নতুন আইটিআই চালু করার পরিকল্পনা নেই৷ যেগুলি চলছে সেগুলিকে আরও ভালোভাবে চালানোই রাজ্য সরকারের মূল লক্ষ্য৷ রাজ্যে সরকারি আইটিআই আছে মোট ১৩০টি৷ দু’টি বন্ধ৷ ৫৩টি পুরোপুরি সরকারি৷ বাকি ৭৭টি সরকারি ভবন থেকে চললেও বেসরকারি উদ্যোগে পরিচালনিত হয়৷ রাজ্যে বেসরকারি আইটিআই আছে ১৩৮টি৷ আইটিআই থেকে প্রশিক্ষণ নেওয়ার পর পাঁচ শতাংশ দ্বিতীয় বর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হন৷