শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশ এবার কলকাতা হাইকোর্টের

কলকাতা: দাবিটা ছিল দীর্ঘ দিনের৷ সরকারের কাছে বারংবার দাবি জানিয়েও মেলেনি সমস্যা৷ কার্যত বাধ্য হয়ে কলকাতা হাকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েক জন চুক্তি ভিত্তিক শিক্ষক৷ ২০১৪ সালে মামলা দায়ের হলেও দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে বিচার পেলেন বাংলার কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষক৷ কলকাতা হাইকোর্টের তরফে আজ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, স্থানীয় শিক্ষকদের মতো চুক্তিভিত্তিক শিক্ষকদের

শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশ এবার কলকাতা হাইকোর্টের

কলকাতা: দাবিটা ছিল দীর্ঘ দিনের৷ সরকারের কাছে বারংবার দাবি জানিয়েও মেলেনি সমস্যা৷ কার্যত বাধ্য হয়ে কলকাতা হাকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েক জন চুক্তি ভিত্তিক শিক্ষক৷ ২০১৪ সালে মামলা দায়ের হলেও দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে বিচার পেলেন বাংলার কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষক৷ কলকাতা হাইকোর্টের তরফে আজ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, স্থানীয় শিক্ষকদের মতো চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বাড়াতে হবে৷

আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য নির্দেশ দেন, স্থানী শিক্ষকদের মূলত বেতনের মতোই চুক্তিভিত্তিক শিক্ষকদেরও একই ভাবে পে-স্কেল বাড়াতে হবে৷ মূলত বেতন বাড়লে ৪ থেকে ৫ হাজার টাকা বেশি বেতন পেতে পারেন চুক্তি ভিত্তিতে নিয়োগ হওয়া শিক্ষকরা৷

এদিন মামলার শুনানিতে চুক্তিভিত্তিক শিক্ষকদের তরফে জানানো হয়, তাঁরা একজন স্থানীয় শিক্ষকের মতো স্কুলের সমস্ত কাজ করলেও সম বেতন পান না৷ এই নিয়ে সরকারকে জানানো হলেও আশ্বাস মিললেও বেতন বাড়েনি৷ মামলাকারীদের দাবি, যেহেতু তাঁরা স্থায়ী শিক্ষকদের তুলনায় কোনও অংশেই কম কাজ করেন না, তাহলে মাসের শেষে কেন তাঁরা কম বেতন নেবেন৷ একই কর্মস্থলে একই কাজের বিনিয়নে কেন এই বেতন বৈষম্য? তোলা হয় প্রশ্ন৷ দীর্ঘ পাঁচ বছর ধরে মামলা চলার পর অবশেষে বেতন বৃদ্ধির নির্দেশ কলকাতা হাইকোর্টের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 2 =