নয়াদিল্লি: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ তুরস্ক। সোমবার ভোরে তীব্র কম্পন অনুভূত হয়৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮।
আরও পড়ুন- চিনের ‘স্পাই’ বেলুন ঘিরে রহস্য, অবশেষে গুলি করে নামাল আমেরিকা!
এর কিছু ক্ষণ পরেই কেঁপে ওঠে মধ্য তুরস্কে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর মতে, রিখটার স্কেলে দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৬.৭। এটা ছিল ভূমিকম্পের আফটার শক৷ লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে৷
১৯৯৯ সালের পর এত প্রবল ভূকম্প দেখেনি তুরস্ক। প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তের বেশ কিছু ভিডিয়োও ফেসবুক, টুইটারে ভাইরাল হয়েছে। যিদও সেই সকল ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি আজবিকেল.কম। ভাইরাল হওয়া ওই সকল ভিডিয়োতে দেখা গিয়েছে, তীব্র কম্পনের ফলে বাড়িগুলি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ছোটাছুটি করছে স্থানীয়রা৷ জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছেম দমকলকর্মীরা৷
ভূমিকম্পের জেরে ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে খবর৷ ভূমিকম্পের ফলে ১৪০টি বাড়ি ধূলিস্মাৎ হয়ে গিয়েছে৷ ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে৷ ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ এখনও পর্যন্ত ৪২০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷
গাজিয়ানতেপ প্রদেশের গভর্নর দাভুট গুল টুইটারে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘আমাদের শহরে তীব্র ভূমিকম্প হয়েছে। আপনারা সকলে শান্ত থাকুন। বাড়ির বাইরে অপেক্ষা করুন। এই বিপজ্জনক পরিস্থিতিতে গাড়ি চালাবেন না। দয়া করে রাস্তায় ভিড় করবেন না।’’ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>