ফের অস্থায়ী কর্মীদের বেতন বিভ্রাট, বিপাকে বহু

হাওড়া: হাওড়া পুরসভায় গত অক্টোবর মাসে নিয়োগ হওয়া ৪১৯ জন কর্মীর বেতন নিয়ে জটিলতা৷ পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, জুন মাসের বেতন তাঁদের দিয়ে দেওয়া হবে, কিন্তু তার জন্য অ্যাটেনডেন্স শিট নেওয়া হবে৷ কর্মীদের দাবি, তাঁরা গত অক্টোবর মাস থেকে কাজ করছেন৷ তাঁদের বকেয়া বেতন দিয়ে দিতে হবে৷ পুরসভা জানিয়ে দিয়েছে, এখনই সব কর্মীর বকেয়া বেতন দেওয়া

a9c7eb57022926cef514537d9f379886

ফের অস্থায়ী কর্মীদের বেতন বিভ্রাট, বিপাকে বহু

হাওড়া: হাওড়া পুরসভায় গত অক্টোবর মাসে নিয়োগ হওয়া ৪১৯ জন কর্মীর বেতন নিয়ে জটিলতা৷ পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, জুন মাসের বেতন তাঁদের দিয়ে দেওয়া হবে, কিন্তু তার জন্য অ্যাটেনডেন্স শিট নেওয়া হবে৷ কর্মীদের দাবি, তাঁরা গত অক্টোবর মাস থেকে কাজ করছেন৷ তাঁদের বকেয়া বেতন দিয়ে দিতে হবে৷ পুরসভা জানিয়ে দিয়েছে, এখনই সব কর্মীর বকেয়া বেতন দেওয়া সম্ভব নয়৷ ধীরে ধীরে তাঁদের বকেয়া বেতন দিয়ে দেওয়া হবে৷

অস্থায়ী কর্মীরা সমবায়মন্ত্রী তথা পুরসভার প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য অরূপ রায়ের সঙ্গে দেখা করেন। তাঁর কাছেও তাঁরা এই দাবি জানান৷ অরূপবাবু জানান, প্রত্যেকের জুন মাসের বেতন দিয়ে দেওয়া হবে৷ তাঁদের বেতন শিট তৈরি হয়ে গিয়েছে৷ বকেয়া বেতনও ধীরে ধীরে দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *