৩৫ হাজার শূন্যপদে ১ কোটি আবেদন, কবে হবে সেই রেলের পরীক্ষা?

নয়াদিল্লি: দেশের কর্মসংস্থানের বেহাল বিজ্ঞাপন ধরা পড়ল ভারতীয় রেলে৷ ৩৫ হাজার শূন্যপদে ভারতীয় রেলে চাকরি চেয়ে আবেদন জমা করিয়েছেন এক কোটিরও বেশি চাকরিপ্রার্থী৷ আবেদনের হিড়িক থাকলেও সেই শূন্যপদে নিয়োগ পরীক্ষা কবে? তা এখনও নিশ্চিত নয়৷ রেলের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটিগরিস পরীক্ষাকে কেন্দ্র করে চরম বিভ্রান্তিতে চাকরিপ্রার্থীদের বড় অংশ৷ গত ২৮ ফেব্রুয়ারি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ প্রক্রিয়ার

৩৫ হাজার শূন্যপদে ১ কোটি আবেদন, কবে হবে সেই রেলের পরীক্ষা?

নয়াদিল্লি:  দেশের কর্মসংস্থানের বেহাল বিজ্ঞাপন ধরা পড়ল ভারতীয় রেলে৷ ৩৫ হাজার শূন্যপদে ভারতীয় রেলে চাকরি চেয়ে আবেদন জমা করিয়েছেন এক কোটিরও বেশি চাকরিপ্রার্থী৷ আবেদনের হিড়িক থাকলেও সেই শূন্যপদে নিয়োগ পরীক্ষা কবে? তা এখনও নিশ্চিত নয়৷ রেলের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটিগরিস পরীক্ষাকে কেন্দ্র করে চরম বিভ্রান্তিতে চাকরিপ্রার্থীদের বড় অংশ৷

গত ২৮ ফেব্রুয়ারি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ৷ বিজ্ঞপ্তি জারি করে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার নেওয়া হতে পারে বলেও জানানো হয়৷ কিন্তু জুন পেরিয়ে জুলাই মাসেরও দ্বিতীয় সপ্তাহ চলছে৷ তাও পরীক্ষার দিনক্ষণ এখনও চূড়ান্ত করতে পারেনি রেল৷ গত ৩১ মার্চ পর্যন্ত আবেদন জমা নেওয়ার কাজ চললেও ৩ মাস কেটে গেলেও পরীক্ষার দিনক্ষণ নিয়ে রেলের তরফে কিছু জানানো হয়নি৷

মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগস্ট মাসে এই ৩৫ হাজার শূন্যপদে নিয়োগের পরীক্ষা হতে পারে৷ তবে তা এখনও নিশ্চিত নয়৷ সম্ভবনা মাত্র৷ যেহেতু পরীক্ষায় বসতে চেয়ে এক কোটিরও বেশি আবেদন জমা পড়েছে, সেইসব আবেদনপত্র স্ক্রুটিনির কাজ চলছে৷ স্ক্রুটিনির কাজ শেষ হলেই পরীক্ষার দিনক্ষণ জানানো হবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − ten =