সরকারি দপ্তরে কর্মীদের বেতন বরাদ্দ বাড়াচ্ছে রাজ্য

কলকাতা: সরকারি দপ্তরে বিভিন্ন সংস্থার মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন খাতে বরাদ্দ বাড়াতে চলেছে রাজ্য সরকার৷ তথ্য দপ্তর থেকে নিয়োগ এজেন্সি ওয়েবেলকে এব্যাপারে চিঠি দেওয়া হয়েছে বলে খবর৷ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য বর্ধিত বেতন খাতে বরাদ্দ কত টাকা করা হয়েছে, তা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ এই মুহূর্তে গ্রুপ

সরকারি দপ্তরে কর্মীদের বেতন বরাদ্দ বাড়াচ্ছে রাজ্য

কলকাতা: সরকারি দপ্তরে বিভিন্ন সংস্থার মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন খাতে বরাদ্দ বাড়াতে চলেছে রাজ্য সরকার৷ তথ্য দপ্তর থেকে নিয়োগ এজেন্সি ওয়েবেলকে এব্যাপারে চিঠি দেওয়া হয়েছে বলে খবর৷ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য বর্ধিত বেতন খাতে বরাদ্দ কত টাকা করা হয়েছে, তা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ এই মুহূর্তে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাথাপিছু বরাদ্দ যথাক্রমে ১৮৫৮৭ ও ১৬১৬৫ টাকা৷ এর মধ্যে প্রশাসনিক খরচ ও জিএসটি ধরা আছে৷

বেসরকারি সংস্থার মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য যে অর্থ সরকার বরাদ্দ করা হয়, তার একটা অংশ সংশ্লিষ্ট সংস্থা তাদের প্রশাসনিক খরচ হিসেবে কেটে রাখে৷ কর্মীদের পিএফ ও বিভিন্ন খাতে কাটা হয় টাকা৷ বাকি টাকা বেতন হিসেবে কর্মীদের দেওয়া হয়৷ সরকারি দপ্তরে এজেন্সি মাধ্যমে নিযুক্ত গ্রুপ সি কর্মীদের অনেকেই ৯ হাজার টাকার বেতন পান৷ গ্রুপ ডি কর্মীদের অনেকের বেতন ৭ হাজার টাকা পান৷ বেতন বরাদ্দ বাড়লে কিছুটা হলেও বাড়তে পারে তাঁদের বেতন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 12 =