মৃত্যু শোক কাটিয়ে শিক্ষকদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

কলকাতা: পারিবার মৃত্যু শোকের প্রাথমিক ধাক্কা কাটিয়ে বাংলার কম্পিউটার শিক্ষকদের সমস্যা শুনলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কম্পিউটার শিক্ষকদের অভাব-অভিযোগ শুনে নিয়োগ সংস্থার বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করেন তিনি৷ আগামী ১৫ দিনের মধ্যে কম্পিউটার শিক্ষকদের জন্য কিছু একটা করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ আজ, বেতন বৃদ্ধি সহ স্থায়ী নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখেন কয়েকশো কম্পিউটার শিক্ষক৷

মৃত্যু শোক কাটিয়ে শিক্ষকদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

কলকাতা: পারিবার মৃত্যু শোকের প্রাথমিক ধাক্কা কাটিয়ে বাংলার কম্পিউটার শিক্ষকদের সমস্যা শুনলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কম্পিউটার শিক্ষকদের অভাব-অভিযোগ শুনে নিয়োগ সংস্থার বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করেন তিনি৷ আগামী ১৫ দিনের মধ্যে কম্পিউটার শিক্ষকদের জন্য কিছু একটা করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী৷

আজ, বেতন বৃদ্ধি সহ স্থায়ী নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখেন কয়েকশো কম্পিউটার শিক্ষক৷ শিক্ষামন্ত্রীর শ্যালকের মৃত্যু খবরে শোকাহত তখন গোটা পরিবার৷ মৃত্যু সংবাদের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে শিক্ষামন্ত্রী কম্পিউটার শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতে রাজি হন৷ বৈঠকে শিক্ষামন্ত্রী বেশ কিছু আশ্বাস দেন৷

শনিবার বৈঠক প্রসঙ্গে কম্পিউটার শিক্ষক সংগঠনের সভাপতি স্বরুপ পান বলেন, ‘‘আজ আমরা কয়েকশো কম্পিউটার শিক্ষক শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম৷ কিছুক্ষণ অপেক্ষা করার খবর পাওয়া যায়,শিক্ষামন্ত্রীর শ্যালকের মৃত্যু হয়েছে৷ কিন্তু শোকগ্রস্ত অবস্থাও তিনি আমাদের সবার সঙ্গে দেখা করেন৷ আমাদের বর্তমান পরিস্থিতি দেখে নিয়োগ সংস্থার প্রতি বিরক্তি প্রকাশ করেন তিনি৷ তিনি জানান, বেতন না বাড়ালে পশ্চিমবঙ্গ থেকে ওদের বিতাড়িত করে দেবেন৷ অর্থাৎ আমরা এতদিন বলছিলাম নিয়োগ সংস্থা হঠাও৷ এবার সেই ভাষা স্বয়ং শিক্ষামন্ত্রীর মুখ থেকে বেরিয়ে এল৷ আমাদের ১৫ দিন ধৈর্য ধরার কথা বলেছেন শিক্ষামন্ত্রী৷ কিন্তু আমরা থেমে থাকছি না৷ সমস্যা সমাধান না হলে আগামী ২৫ জুলাই বড়সড় আন্দোলনে নামব আমরা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 1 =