স্বাস্থ্য দপ্তরে ৮,১৫৯ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যের

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে স্টাফ নার্স গ্রেড ২ পদে ৮ হাজার ১৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করছে৷ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাস বা বেসিক বিএসসি নার্সিং কোর্স পাস কিংবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাস করা তরুণ-তরুণীরা আবেদন করতে পারবেন৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং নার্সিং কাউন্সিল ফিমেল ও মেল নার্স হিসাবে নাম

61e395e98e6962e68ba4796697bafa1a

স্বাস্থ্য দপ্তরে ৮,১৫৯ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যের

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে স্টাফ নার্স গ্রেড ২ পদে ৮ হাজার ১৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করছে৷ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাস বা বেসিক বিএসসি নার্সিং কোর্স পাস কিংবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাস করা তরুণ-তরুণীরা আবেদন করতে পারবেন৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং নার্সিং কাউন্সিল ফিমেল ও মেল নার্স হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স হতে হবে ১-১২০১৯-এর হিসাবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে৷ তফশিলিরা পাঁচ বছর ও ওবিসিরা তিন বছরের বয়সের ছাড় পাবেন৷  মূল বেতন ৭১০০ টাকা থেকে ৩৭ হাজার ৬০০ টাকা পর্যন্ত৷

দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের টেস্ট বা ইন্টারভিউ এর জন্য ডাকা হবে৷ প্রার্থী বাছাইয়ের পরীক্ষা থাকবে ১০০ নম্বর৷ এর মধ্যে নার্সিং যোগ্যতার জন্য থাকবে ৪০ নম্বর৷ অতিরিক্ত যোগ্যতা ২০ নম্বর৷ অভিজ্ঞতার জন্য ২৫ নম্বর৷ ইন্টারভিউর জন্য ১৫ নম্বর বরাদ্দ রয়েছে৷

দরখাস্ত করতে হবে অনলাইনে৷ আগামী ১৯ জুলাই থেকে ২৯ জুলাইয়ের মধ্যে করতে হবে আবেদন৷ www.wbhrb.in এই ওয়েবসাইটে গিয়ে৷ আবেদনের জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে৷ আবেদন করাতে পরীক্ষা ফি বাবদ ২১০ টাকা অনলাইনে জমা করাতে হবে৷ তফশিলি ও প্রতিবন্ধীদের কোন ফি লাগবে না৷ টাকা জমা দেওয়ার পর সাবমিট জেনারেটেড এপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবেন৷ আরো বিস্তারিত জানতে উপরের ওয়েবসাইটে নজর রাখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *