কেন্দ্রীয় সংস্থায় ২,৬৭৬ শূন্যপদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অধীনে ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডে ম্যানপাওয়ার ও অন্ড স্কিলড ম্যানপাওয়ার পদে ২ হাজার ৬৭৮ জন লোক নিয়োগ করছে৷ কারা কোন ট্রেনের যোগ্য দেখে নিন৷ স্কিল ম্যানপাওয়ার: আইটিআই থেকে ইলেকট্রিক্যাল বা আইটিআই ট্রেড সার্টিফিকেট কোর্স পাস কিংবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন৷

কেন্দ্রীয় সংস্থায় ২,৬৭৬ শূন্যপদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অধীনে ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডে ম্যানপাওয়ার ও অন্ড স্কিলড ম্যানপাওয়ার পদে ২ হাজার ৬৭৮ জন লোক নিয়োগ করছে৷ কারা কোন ট্রেনের যোগ্য দেখে নিন৷

স্কিল ম্যানপাওয়ার: আইটিআই থেকে ইলেকট্রিক্যাল বা আইটিআই ট্রেড সার্টিফিকেট কোর্স পাস কিংবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ তবে সবক্ষেত্রে ইলেকট্রিক্যাল সেফটি প্রসেস ওভারহেড সার্টিফিকেট কোর্স পাস হতে হবে৷ ইংরেজি ও হিন্দিতে লিখতে পড়তে জানা দরকার৷ বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ পারিশ্রমিক মাসে ৯৩৮১ টাকা৷ শূন্যপদ ১৩৩৬টি৷

আন স্কিল ম্যানপাওয়ার: এই পদে ইলেকট্রিক্যাল সংক্রান্ত বিষয়ে কাজের অভিজ্ঞতা অন্তত এক বছর থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ পারিশ্রমিক ৭৬১৩ টাকা৷ শূন্যপদ ১৩৪২টি৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর দেখে৷ এরপর হবে ইন্টারভিউ৷ দরখাস্ত করবেন অনলাইনে ২৫ জুলাইয়ের মধ্যে৷ আবেদনের জন্য একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে৷ এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে আবেদনের সঙ্গে আপলোড করতে হবে৷ প্রথমে beciljobs.com এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করে দিতে হবে৷ রেজিস্ট্রেশন সাবমিট করার পর পরীক্ষা ফি বাবদ ৫০০ টাকা এনইএফটি বা আরটিজিএস করতে হবে৷ কোথায়, কিভাবে, কোন ঠিকানায়, কোন ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে এই ফি জমা করাতে হবে তা জানতে সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে নজর রাখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =