দাবি আদায়ের লক্ষ্যে এবার আমরণ অনশন পার্শ্বশিক্ষকদের

কলকাতা: আগামী ১৬ আগস্ট থেকে কলকাতায় আমরণ অনশনে বসতে চলেছেন রাজ্যের কয়েক হাজার পার্শ্বশিক্ষক৷ অনশনে যাতে রাজ্যের সকল পার্শ্বশিক্ষক সামিল হন, তা নিশ্চিত করতে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে রায়গঞ্জে বিশেষ সভা ডাকা হয়েছে৷ ওই সভায় উপস্থিত থাকবেন সংগঠনের অন্যতম শিক্ষক নেতা ভগিরথ ঘোষ৷ ঐক্য মঞ্চের দাবি, রাজ্যের প্রায় ৫০ হাজার পার্শ্বশিক্ষক রয়েছেন৷ তাঁদের দীর্ঘদিন ধরে

দাবি আদায়ের লক্ষ্যে এবার আমরণ অনশন পার্শ্বশিক্ষকদের

কলকাতা: আগামী ১৬ আগস্ট থেকে কলকাতায় আমরণ অনশনে বসতে চলেছেন রাজ্যের কয়েক হাজার পার্শ্বশিক্ষক৷ অনশনে যাতে রাজ্যের সকল পার্শ্বশিক্ষক সামিল হন, তা নিশ্চিত করতে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে রায়গঞ্জে বিশেষ সভা ডাকা হয়েছে৷ ওই সভায় উপস্থিত থাকবেন সংগঠনের অন্যতম শিক্ষক নেতা ভগিরথ ঘোষ৷

ঐক্য মঞ্চের দাবি, রাজ্যের প্রায় ৫০ হাজার পার্শ্বশিক্ষক রয়েছেন৷ তাঁদের দীর্ঘদিন ধরে নানান সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত করা হচ্ছে৷ বাড়ানো হচ্ছে না বেতন৷ সরকার এই সমস্যাগুলি সমাধানে বিশেষ দৃষ্টি না দেওয়ায় এবার আমরণ অনশনে বসেছেন ঐক্য মঞ্চের সদস্যরা৷ সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী ২০ জুলাই আন্দোলনের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে৷

বেশ কিছু স্কুলে প্রায় ১৩ বছরের বেশি সময় ধরে পার্শ্বশিক্ষকরা কাজ করছেন৷ অথচ আদালতের নির্দেশ মেনে তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না৷ অর্থাভাবে ও মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন অনেকেই৷ অভিযোগ, একাধিকবার রাজ্য সরকারকে এই বিষয়ে জানানো হলেও কোনও লাভ হয়নি৷ তাই দাবি আদায়ের লক্ষ্যে এবার আমরণ অনশনের পথই বেছে নিচ্ছেন পার্শ্বশিক্ষকরা৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় নিজেদের দাবির সমর্থনে ডেপুটেশন দিয়েছেন শিক্ষকদের একাংশ৷ সমকাজে সমবেতন চালু, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি প্রদান, কর্মরত অবস্থায় মৃত্যু হলে শিক্ষক পরিবারে আর্থিক সহায়তাসহ মোট ৮ দফা দাবিতে অনশনে নামছেন শিক্ষকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 13 =