দু’হাজার শূন্যপদে নিয়োগ পরীক্ষার সূচি ঘোষণা রেলের

নয়াদিল্লি: প্রায় দু’হাজার শূন্যপদে নিয়োগ পরীক্ষার দিন ঘোষণা করল ভারতীয় রেল৷ রেলমন্ত্রকের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ১৯ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে৷ দেশজুড়ে ১০৭টি শহরের ৩৪৫টি কেন্দ্রে প্যারা মেডিক্যাল পদে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে৷ মোট শূন্যপদের সংখ্যা ১ হাজার ৯২৩টি৷ এই শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষায় বসবেন অন্তত প্রায় সাড়ে

দু’হাজার শূন্যপদে নিয়োগ পরীক্ষার সূচি ঘোষণা রেলের

নয়াদিল্লি: প্রায় দু’হাজার শূন্যপদে নিয়োগ পরীক্ষার দিন ঘোষণা করল ভারতীয় রেল৷ রেলমন্ত্রকের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ১৯ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে৷ দেশজুড়ে ১০৭টি শহরের ৩৪৫টি কেন্দ্রে প্যারা মেডিক্যাল পদে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে৷

মোট শূন্যপদের সংখ্যা ১ হাজার ৯২৩টি৷ এই শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষায় বসবেন অন্তত প্রায় সাড়ে ৪ লক্ষ পরীক্ষার্থী৷ এই পরীক্ষায় সবথেকে বেশি আবেদনকারীর সংখ্যা রয়েছে উত্তরপ্রদেশ থেকে৷ যোগীর রাজ্য থেকে ৬৪ হাজার ৫৯৬ পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা৷ দ্বিতীয় স্থানে রাজস্থান৷ তৃতীয় ও চতুর্থ মহারাষ্ট্র, কেরল৷

মোট পরীক্ষার্থীর ৬২ শতাংশই মহিলা৷ যাঁরা সফল হবেন, তাঁদের মূলত স্টাফ নার্স, ডায়েটিসিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, ফার্মাসিস্ট, অপ্টোমেট্রিস্ট ও রেডিওগ্রাফারের পোস্টে নিয়োগ করা হবে৷

শুধুমাত্র স্টাফ নার্সের জন্যই ৫০ শতাংশ আবেদন জমা পড়েছে বলে রেলের তরফে জানানোন হয়েছে৷ প্যারা মেডিক্যালের নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিলেও প্রায় ৩৪ হাজার শূন্যপদের এনটিপিসি পরীক্ষার তারিখ নিয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করেনি রেলমন্ত্রক৷ ওই পদে আবেদন জমা পড়েছে প্রায় এক কোটির বেশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =