শিক্ষক অনশনে ২১ জুলাই বড়সড় কর্মসূচির ঘোষণা

কলকাতা: শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রাথমিক শিক্ষকদের বৈঠকও কাটল না জট৷ সমাধান সূত্র এখনও অধরা৷ শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রী তাঁদের দাবি মেটাতে পারেননি৷ আর সেই কারণে তাঁরা তাঁদের আমরণ অনশন কর্মসূচি থেকে সরবেন না৷ উল্টে ২১ জুলাই দিনভর অন্তত ১২ হাজার প্রাথমিক শিক্ষক গণ-অনশনে বসবেন বলেও অন্দোলনকারীদের তরফে ঘোষণা

শিক্ষক অনশনে ২১ জুলাই বড়সড় কর্মসূচির ঘোষণা

কলকাতা: শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রাথমিক শিক্ষকদের বৈঠকও কাটল না জট৷ সমাধান সূত্র এখনও অধরা৷ শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রী তাঁদের দাবি মেটাতে পারেননি৷ আর সেই কারণে তাঁরা তাঁদের আমরণ অনশন কর্মসূচি থেকে সরবেন না৷ উল্টে ২১ জুলাই দিনভর অন্তত ১২ হাজার প্রাথমিক শিক্ষক গণ-অনশনে বসবেন বলেও অন্দোলনকারীদের তরফে ঘোষণা করা হয়েছে৷

কিন্তু, হঠাৎ কেন এই গণ-অনশন কর্মসূচির ঘোষণা? এই ঘোষণার পিছনে বেশ কিছু কারণ দেখছেন রাজনৈতিক পর্যপেক্ষক মহলের একাংশ৷ কেননা, কাল রবিবার ছুটি৷ ফলে শিক্ষকদের অনশন মঞ্চে যেতে কোনও সমস্যা হওয়ার কথা না৷ কাল শিক্ষকরা যখন অনশন করবেন, তখন ২১ জুলাইয়ের মঞ্চে ভাষণ দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ একদিকে যেমন রবিবার ছুটির দিনে শিক্ষক জমায়ের হওয়ার সম্ভবনা বেশি, তখনই গণ-অনশনের মঞ্চ থেকে রাজ্যের উন্নয়ন বিজ্ঞাপনে কিছুটা হলেও বাস্তব ধারাণাটা তুলে ধরা ধরার কৌশল শিক্ষকদের৷ তাতে রাজ্যের শাসক দলের চাপ বাড়বে ছাড়া কমবে না বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল৷ কেননা, রাজ্যের শাসকদল যখন কেন্দ্রের শাসকদলকে আক্রমণ করবে, ঠিক তখনই গলার কাঁটা হতে দাঁড়াতে পারে শিক্ষক বিদ্রোহের ঘটনা৷ এমনিতেই, কাল জাতীয় সংবাদমাধ্যমের নজর থাকবে ২১ জুলায়ের মঞ্চে৷ সেই অনুষ্ঠান শেষ করে জাতীয় সংবাদমাধ্যমের নজর পড়তে পারে শিক্ষকদের অনশনের উপর৷ ফলে, কাল শিক্ষকদের গণ-অনশন কর্মসূচি শাসকদলকে বিপাকে ফেলবে, তা মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

এদিন বিকেলেই শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে দেন, ‘‘আমি ওঁদের সঙ্গে কথা বলেছি৷ ওঁদের যে শিক্ষকদের বদলি করা হয়েছিল তা নিয়ে আমরা আগামী সোমবারই ব্যবস্থা গ্রহণ করে ফের বদলি করার ব্যবস্থা করছি৷ কিন্তু ওঁরা যে স্কেলের দাবি করছে তা পুরোপুরিভাবে মেনে নেওয়া সম্ভব নয়৷ কারণ আমরা আমাদের কোষগারের সামর্থ্য অনুযায়ী ওঁদের বেতনক্রম স্থায়ী করব৷ সেই কারণেই আমরা জানিয়েছি, আগামী দিনে নজরুল মঞ্চে যদি ওরা বৈঠক করে তাহলে সেখানে গিয়ে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করব৷’’

এদিকে প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে যে পাঁচ জনের প্রতিনিধি দল এদিন পার্থবাবুর সঙ্গে বৈঠক করেন, তাঁরা জানিয়ে দেন, ‘‘আমাদের সহকর্মীদের বদলির বিষয়টি মন্ত্রী মেনে নিয়ে তাঁদের ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে আশ্বাস দিয়েছেন৷ কিন্তু আমাদের বেতনক্রমের বিষয়টি এদিন মন্ত্রী নিশ্চিত করে কিছুই বলতে পারেননি৷ সেই কারণেই আমরা আমাদের অবস্থানেই অনড় থাকছি৷ আন্দোলন বহাল থাকবে৷’’

টানা ৮ দিন ধরে অনসন করার পরে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন৷ সকালেই তিনি বিধাননগর উত্তর থানার পুলিশের কাছে বার্তা দিয়ে ডেকে পাঠান আন্দোলনকারিদের প্রতিনিধি দলকে৷ এরপরে প্রায় দীর্ঘ ১ ঘণ্টা বৈঠক করেন শিক্ষা মন্ত্রী৷ কিন্তু তাতেও আন্দোলনকারিদের মন পাননি শিক্ষামন্ত্রী৷

শিক্ষক অনশনে ২১ জুলাই বড়সড় কর্মসূচির ঘোষণাঅন্যদিকে, মুর্শিদাবাদের শিক্ষক নেতা তন্ময় ঘোষের নেতৃত্বে কাল অনশন মঞ্চে যাচ্ছেন শিক্ষকদের প্রতিনিধি দল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =