মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে সিরিয়া-তুরস্ক, কম্পনে প্রায় ধ্বংসস্তূপ এলাকা

মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে সিরিয়া-তুরস্ক, কম্পনে প্রায় ধ্বংসস্তূপ এলাকা

নয়াদিল্লি: তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ কিলোমিটার গভীরে তীব্র ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ২০০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা যে বাড়বে তা আগে থেকেই অনুমান ছিল। তেমনই হল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৫০০ ছাড়িয়ে গিয়েছে মৃতের সংখ্যা। 

আরও পড়ুন- চিনের ‘স্পাই’ বেলুন ঘিরে রহস্য, অবশেষে গুলি করে নামাল আমেরিকা!

১৯৯৯ সালের পর এত প্রবল ভূকম্প দেখেনি তুরস্ক। প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তের বেশ কিছু ভিডিয়োও ফেসবুক, টুইটারে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্পের ফলে ১৪০টি বাড়ি ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কার কারণেই মৃত্যু বাড়তে পারে বলে অনুমান। মৃতের সঙ্খায়র পাশাপাশি আহতের সংখ্যাও বাড়ছে। আপাতত ৪৫০ জন আহত হয়েছেন বলে খবর। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷