তাপপ্রবাহে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে ৩০ লক্ষ ভারতবাসী! উৎকণ্ঠা বাড়ল রিপোর্ট

তাপপ্রবাহে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে ৩০ লক্ষ ভারতবাসী! উৎকণ্ঠা বাড়ল রিপোর্ট

c92ec47378eaecafddc860deda121d49

নয়াদিল্লি: চলতি বছর অস্বাভাবিক গরম পড়েছে তা হলফ করে বলা যায়। শেষ কোন বছর এত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল তাও আবার লাগাতার কয়েক দিন ধরে তা মনে করতে হবে। উষ্ণতার পারদ বাড়ার সঙ্গে সঙ্গে চলেছে তাপপ্রবাহ। সময়ে সময়ে এই বিষয়টি স্বাভাবিক হয়ে গিয়েছে বটে কিন্তু এতে যে বিরাট ক্ষতি হচ্ছে তাও অস্বীকার করা যায় না। এই তাপপ্রবাহ নিয়েই এবার বড় আশঙ্কার কথা শোনাল নয়া একটি রিপোর্ট। ভারতের পক্ষে আগামী দিন খুব একটা ভালো যাবে না। 

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এই বিষয় নিয়ে একটি গবেষণা করেছে। তার রিপোর্টে বলা হচ্ছে, ভারতের ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তাপপ্রবাহের শিকার হতে চলেছেন। আর ২০৫০ সালের মধ্যে দেশের অন্তত ৩০ লক্ষ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে তাপপ্রবাহে। ২১০০ সালের মধ্যে এই একই কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও নিম্নগামী হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রিপোর্ট আরও বলছে, আগামী বেশ কয়েক বছরের মধ্যেই মানুষের মধ্যে শ্বাসকষ্টের প্রবণতা বাড়বে, এমনকি মৃত্যুও হতে পারে। ক্ষতিগ্রস্ত শহরগুলির মধ্যে সবথেকে আগে পড়বে দিল্লি। এছাড়া মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু নিয়েও চিন্তা থাকবে দারুণভাবে।