প্রমাণ নেই যে গ্রেফতার হবেন ব্রিজভূষণ! কুস্তিগিরদেরই নিশানা দিল্লি পুলিশের

প্রমাণ নেই যে গ্রেফতার হবেন ব্রিজভূষণ! কুস্তিগিরদেরই নিশানা দিল্লি পুলিশের

নয়াদিল্লি: ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে তাঁর গ্রেফতারির দাবি করেছেন একাধিক পদকজয়ী কুস্তিগির। বেশ কিছু সময় ধরে তারা প্রতিবাদ দেখাচ্ছেন, অবস্থান বিক্ষোভ করছেন। গতকাল নিজেদের সব পদক গঙ্গায় বিসর্জন দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন তারা। কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। কেন্দ্রের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি এখনও পর্যন্ত। এবার দিল্লি পুলিশও আঙুল তুলল সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের দিকেই। 

কুস্তিগিররা ইতিমধ্যেই দু’টি এফআইআর দায়ের করেছেন এই ইস্যুতে। তার তদন্ত করছে দিল্লি পুলিশ। কিন্তু তারা জানিয়েছে, ব্রিজভূষণ সিংকে গ্রেফতার করার মতো প্রমাণ পাওয়া যায়নি। আগামী ১৫ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়া হবে বলেও জানান হয়েছে। পুলিশের স্পষ্ট দাবি, ব্রিজভূষণের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার পোক্ত কোনও প্রমাণই নেই। তাই গ্রেফতার করা যাবে না তাঁকে। তবে কুস্তিগিররাও হাল ছেড়ে দিচ্ছে না। তারা নিজেদের আন্দোলন চালিয়ে যাবে বলেই জানিয়েছে। তাঁদের একটাই দাবি, গ্রেফতার করতে হবে ব্রিজভূষণ সিংকে। পদক্ষেপের জন্য তারা কেন্দ্রীয় সরকারকে আগামী কয়েকদিন সময়ও দিয়েছে। তার মধ্যে কোনও কিছু না হলে তারা আবার গঙ্গায় যাবে নিজেদের পদক ভাসাতে।