শিক্ষক নিয়োগে ফের শূন্যপদ বিভ্রান্তি, বিপাকে বহু চাকরিপ্রার্থী

কলকাতা: ধারাবাহিক ভাবে আন্দোলন করে হাতে হাতে মিলেছে সাফল্য৷ চাকরিপ্রার্থীদের লাগাতার আন্দোলনের পর ওয়ার্ক ও ফিজিক্যালে শিক্ষক নিয়োগে ১০ শতাংশ সংরক্ষণের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন৷ ৩১ জুলাই কাউন্সেলিং করেছে কমিশন৷ কিন্তু, এতকিছু পরও পিছু ছাড়ছে না বিতর্ক৷ চূড়ান্ত নাকাল হচ্ছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ অভিযোগ, ১০ শতাংশ কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে কাউন্সিলিংয়ের জন্য যে

81427f817e8fa4d0f1e33f10036de09c

শিক্ষক নিয়োগে ফের শূন্যপদ বিভ্রান্তি, বিপাকে বহু চাকরিপ্রার্থী

কলকাতা: ধারাবাহিক ভাবে আন্দোলন করে হাতে হাতে মিলেছে সাফল্য৷ চাকরিপ্রার্থীদের লাগাতার আন্দোলনের পর ওয়ার্ক ও ফিজিক্যালে শিক্ষক নিয়োগে ১০ শতাংশ সংরক্ষণের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন৷ ৩১ জুলাই কাউন্সেলিং করেছে কমিশন৷ কিন্তু, এতকিছু পরও পিছু ছাড়ছে না বিতর্ক৷ চূড়ান্ত নাকাল হচ্ছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

অভিযোগ, ১০ শতাংশ কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে কাউন্সিলিংয়ের জন্য যে স্কুলের তালিকা কমিশন প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, বেশিরভাগ স্কুলই চাকরিপ্রার্থীদের বাড়ি থেকে অন্তত ১০০ থেকে ২০০ কিমি দূরত্বের মধ্যে রয়েছে৷ কোনও কোনও চাকরিপ্রার্থীর ষেত্রে নিজের জেলায় কোন স্কুল নেই৷ কিন্তু, কর্মশিক্ষা ও শারীরশিক্ষা চাকরি প্রার্থী মঞ্চের তরফে বিশ্বনাথ শিকদার ও সেলিম আহমেদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা খোঁজ-খবর করে দেখেছেন, এমন বহু স্কুল আছে, যেখানে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শূন্যপদ থাকলেও কমিনের তালিকায় তা নেই৷ তাঁদের অভিযোগ, বিভিন্ন জেলার ডিআই ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন তাঁরা, অনেক বিদ্যালয়ে দিনের পর দিন শূন্যপদ পরে রয়েছে৷ কিন্তু, তা সত্ত্বেও কমিশন সেই সমস্ত শূন্যপদ প্রকাশ করছে না৷  এমত পরিস্থিতিতে কাউন্সিলিংয়ের আগে চাকরি প্রার্থীরা বিভ্রান্ত হচ্ছেন৷ যদিও, চাকরিপ্রার্থীদের এই অভিযোগ প্রসঙ্গে কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *