শিক্ষক বদলি নীতিতে বড়সড় পরিবর্তন আনছে শিক্ষা দপ্তর

কলকাতা: শিক্ষক বদলির অনিয়ম রুখতে নয়া আইন আনছে স্কুল শিক্ষা দপ্তর৷ বদলি সংক্রান্ত নয়া আইনে একাধিক রোগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে খবর৷ দূর বদলির ক্ষেত্রেও সুবিধা-অসুবিধার কথাও বিবেচনা করা হতে পারে বলে খবর৷ বদিল ক্ষেত্রে মধুমেহ বা ডায়াবেটিস-সহ হাড়ের অসুখ, লিভারের সমস্যা, চোখে ছানি পড়া, কিডনি অসুখ প্রভৃতির বিষয়ে নয়া আইনে আনা হতে পারে৷ এই

শিক্ষক বদলি নীতিতে বড়সড় পরিবর্তন আনছে শিক্ষা দপ্তর

কলকাতা: শিক্ষক বদলির অনিয়ম রুখতে নয়া আইন আনছে স্কুল শিক্ষা দপ্তর৷ বদলি সংক্রান্ত নয়া আইনে একাধিক রোগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে খবর৷ দূর বদলির ক্ষেত্রেও সুবিধা-অসুবিধার কথাও বিবেচনা করা হতে পারে বলে খবর৷ বদিল ক্ষেত্রে মধুমেহ বা ডায়াবেটিস-সহ হাড়ের অসুখ, লিভারের সমস্যা, চোখে ছানি পড়া, কিডনি অসুখ প্রভৃতির বিষয়ে নয়া আইনে আনা হতে পারে৷

এই মুহূর্তে স্কুলে বদলির নিয়মে মধুমেহের মতো মারাত্মক অসুখ থাকলে বদলির ক্ষেত্রে কোনও অগ্রাধিকার পাওয়া যায় না৷ যদিও, এই বিষয়টি স্কুল শিক্ষা দপ্তরকে বিবেচনার জন্য আগেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ উচ্চ আদালতের তরফে বদলির জন্য মধুমেহ রোগকে বিবেচনা করার নির্দেশ দিয়েছে রাজ্যকে৷ আদালতের নির্দেশের পরও বদলির নিয়মে বদল আসেনি বলে শিক্ষকদের একাংশের অভিযোগ৷

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশের পর দ্রুত শিক্ষক বদলি আইন রূপায়নে তৎপরতা শুরু করেছে স্কুল শিক্ষা দুপ্তর৷ বদলির নিয়মে মধুমেহ রোগের অন্যতম কারণ হিসেবে রাখা হচ্ছে বলে খবর৷ এছাড়াও একাধিক রোগকে এই তালিকায় আনা হচ্ছে৷ সম্প্রতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এক শিক্ষিকার মামলার নির্দেশ দেন, মধুমেহ রোগ থাকলে বিশেষ বদলির ক্ষেত্রে সরকারকে বিবেচনা করা উচিত৷ শিক্ষক বদলির  নীতি বদলের বিষয়টিও বিবেচনার জন্য আর্জি জানানো হয়৷

জানা গিয়েছে, শিক্ষক বদলির নয়া নীতির খসড়া প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে৷ নবান্ন সবুজ সংকেত পাওয়ার পর বদলির নীতিতে বদল আসতে পারে৷ সূত্রের খবর, বিশেষ বদলির আবেদনের জন্য বিভিন্ন অসুখ, স্ত্রীরোগ, শারীরিক প্রতিবন্ধকতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ কোন শিক্ষাকর্মীর স্ত্রী মারা গেলে বা বিবাহবিচ্ছেদ হলে আবেদন করা যেতে পারে৷ এই নিয়মটি সংস্কার করতে চাই রাজ্য সরকার৷ এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের তরফেও মতামত চাওয়া হয়েছে৷ স্কুল শিক্ষা দপ্তর চিকিৎসা ছাড়াও বিভিন্ন হাড়ের অসুখ, লিভারের অসুখ, চোখে ছানি পড়া, কিডনি অসুখ প্রভৃতির কথা বিবেচনা করার সুপারিশ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + twenty =