লাইব্রেরিয়ান নিয়োগে নয়া কেলেঙ্কারি, কাঠগড়ায় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়

কলকাতা: পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ৷ অভিযোগ তুললেন খোদ চাকরিপ্রার্থীরাই৷ অভিযোগ, লাইব্রেরিয়ান নিয়োগ যে প্রার্থীকে নিয়োগ করা হয়েছে, ইউজিসির নিয়ম অনুযায়ী তাঁর অভিজ্ঞতা নেই৷ অভিযোদ, বাকিদের অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতার থাকলেও তাঁদের এড়িয়ে অভিজ্ঞতা নেই এমন একজনকে নিয়োগ করা হয়েছে৷ চাকরিপ্রার্থীদের অভিযোগ, পাবলিক লাইব্রেরি থেকে তুলে এনে ওই প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া

লাইব্রেরিয়ান নিয়োগে নয়া কেলেঙ্কারি, কাঠগড়ায় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়

কলকাতা: পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ৷ অভিযোগ তুললেন খোদ চাকরিপ্রার্থীরাই৷ অভিযোগ, লাইব্রেরিয়ান নিয়োগ যে প্রার্থীকে নিয়োগ করা হয়েছে, ইউজিসির নিয়ম অনুযায়ী তাঁর অভিজ্ঞতা নেই৷ অভিযোদ, বাকিদের অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতার থাকলেও তাঁদের এড়িয়ে অভিজ্ঞতা নেই এমন একজনকে নিয়োগ করা হয়েছে৷ চাকরিপ্রার্থীদের অভিযোগ, পাবলিক লাইব্রেরি থেকে তুলে এনে ওই প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়েছে৷ যা কখনই করা যায় না৷

ইউজিসির নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান হতে গেলে কোনও কলেজের লাইব্রেরিতে অন্তত ১৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে বাধ্যতামূলক৷ কিন্তু পাবলিক লাইব্রেরির কোনও অভিজ্ঞতা এখানে গ্রাহ্যযোগ্য নয়৷ অভিযোগ, সেই সমস্ত নিময় উড়িয়ে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হয়েছে৷ চাকরিপ্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =