মুম্বই: হার্দিকের গুজরাত টাইটানসকে হারিয়ে পঞ্চমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। গুজরাত বধ করেই মুম্বইয়ে আসেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবারই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়েছে বলে জানা যাচ্ছে। অস্ত্রোপচারের আগে ধোনির একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েয৷ সেখানে দেখা যায়, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের হাতে ধরা শ্রীমদভাগবত গীতা। এই ছবি দেখার পর আবেগতাড়িত ভক্তরা৷ সকলের প্রার্থনা, ধোনি যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। তবে ধোনি হঠাৎ কেন হাতে ভগবত গীতা নিয়ে ছবি তুললেন, তার কারণ অবশ্য জানা যায়নি।
চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন ক্রিকবাজকে বলেন, ‘মহেন্দ্র সিং ধোনি ডাঃ পারদিওয়ালার (যিনি ঋষভ পন্থের চিকিৎসক) সঙ্গে দেখা করতে গিয়েছেন। তিনি হাঁটুতে অস্ত্রোপচার করাবেন৷ যাবে পরের মরসুমের পুরোপুরি ফিট হয়ে ফিরে আসতে পারেন।’’
আইপিএল ২০২৩ মরসুমের প্রথম ম্যাচেও মুখোমুখি হয়েছিল চেন্নাই এবং গুজরাত৷ ওই ম্যাচে খেলার সময় ধোনি চোট পান। দীপক চাহারের একটি বল আটকাতে ধোনি ডাইভ দেন। এরপরই ধোনিকে মাঠে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>