ফের জামিনের আর্জি খারিজ সুকন্যার, স্থগিত অনুব্রতর শুনানি! তিহাড়ই এখন ঠিকানা দুজনের

ফের জামিনের আর্জি খারিজ সুকন্যার, স্থগিত অনুব্রতর শুনানি! তিহাড়ই এখন ঠিকানা দুজনের

নয়াদিল্লি: গরুপাচার মামলার শুনানিতে আবার নিজের জামিনের আর্জি জানিয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। কিন্তু সেই আর্জি নাকচ করে দিয়েছে আদালত। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত তিহাড় জেলেই থাকতে হবে সুকন্যাকে। এদিকে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিও স্থগিত হয়ে যায় বৃহস্পতিবার। যা পরিস্থিতি, তাতে আগামী এক মাস কোনও শুনানি হবে না এই মামলার। কারণ সোমবার থেকে আদালতে গরমের ছুটি পড়ে যাচ্ছে। অনুমান, গোটা জুন মাস তিহাড়ে কাটবে বাবা-মেয়ের।

সুকন্যা মণ্ডল এর আগে দাবি করেছিলেন যে, তিনি গরু পাচার সংক্রান্ত ইস্যুতে কিছুই জানেন না। বাবা অনুব্রত মণ্ডলের নির্দেশ মতো কাজ করতেন। তবে ইডি আদালতে দাবি করেছে, এই ব্যবসায় ‘সক্রিয়ভাবে’ জড়িত ছিলেন তিনি। এমনকি ভোলে ব্যোম রাইস মিলে, মায়ের সঙ্গে অংশীদার ছিলেন সুকন্যাও। ইডির দাবি এবং যুক্তি শুনেই আদালত তার সিদ্ধান্ত জানিয়ে দেয়। অন্যদিকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডলও। সেই মামলার শুনানি শুরু হলেও মাঝপথেই শুনানি স্থগিত হয়ে যায়। এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারক। তাই মনে করা হচ্ছে, এই মাসটা বিনা শুনানিতেই জেলে থাকতে হবে তাদের দুজনকেই।