চেন্নাই: করমণ্ডলের আতঙ্ক থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি দেশ৷ এরই মধ্যে ফের এক বড়সড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল৷ অল্পের জন্য রক্ষা পেল কোল্লাম-চেন্নাই এক্সপ্রেস। ট্রেনের একটি কামরার তলায় (স্যাসি) ফাটল ছিল। বিষয়টি এক রেলকর্মীর নজরে আসতেই সঙ্গে সঙ্গে কামরাটি বদলে দেওয়া হয়৷ রবিবার বিকেলে তামিলনাড়ুর সেনগোত্তাই স্টেশনে ঘটনাটি ঘটে। ফাটলটি নজর এড়িয়ে গেলেই ঘটত বিপত্তি৷ বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা রেলকর্মীদের।
দক্ষিণ রেলের এক কর্মী এনডিটিভিকে বলেন, ‘‘রবিবার দুপুর ৩টে ৩৬ মিনিটে তামিলনাড়ুর সেনগোত্তাই স্টেশনে ঢোকে ট্রেনটি। সেই সময়ই ট্রেনের কামরার তলায় থাকা ফাটলটি নজরে আসে এক রেলকর্মীর।’’ ফাটল দেখার পরেই তড়িঘড়ি ট্রেনের ওই কামরাটি বদলে দেওয়া হয়। নতুন কামরা নিয়ে যুক্ত করার পর বিকেল ৪টে ৪০ মিনিটে ট্রেনটি গন্তব্যে রওনা দেয়। ওই রেলকর্মীর তৎপরচায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেও জানানো হয়েছে দক্ষিণ রেলের তরফে। ওই রেলকর্মীকে পুরস্কৃত করার কথাও জানানো হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাডড়ি। দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। যদিও ওড়িশা সরকারের তরফে মৃতের সংখ্যা ২৭৫ বলে জানানো হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>