পে প্রোটেকশনের জোড়া বিজ্ঞপ্তি, বড় জয় শিক্ষকদের

কলকাতা: এক সপ্তাহের ব্যবধানে পে প্রোটেকশন সমস্যা সমাধানে জোড়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার৷ গ্র্যাজুয়েট শিক্ষকদের পর এবার উচ্চতর পদে অর্থাৎ গ্র্যাজুয়েট থেকে পোস্ট গ্র্যাজুয়েট স্কেলের জন্য বিজ্ঞপ্তি জারি বিকাশ ভবনের৷ ফলে, এখন থেকে পাস বা অনার্স গ্র্যাজুয়েট শিক্ষকদের পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকরাও পে প্রোটেকশনের আওতায় পড়বেন৷ স্কুল শিক্ষা দপ্তরের তরফে ৬ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ

পে প্রোটেকশনের জোড়া বিজ্ঞপ্তি, বড় জয় শিক্ষকদের

কলকাতা: এক সপ্তাহের ব্যবধানে পে প্রোটেকশন সমস্যা সমাধানে জোড়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার৷ গ্র্যাজুয়েট শিক্ষকদের পর এবার উচ্চতর পদে অর্থাৎ গ্র্যাজুয়েট থেকে পোস্ট গ্র্যাজুয়েট স্কেলের জন্য বিজ্ঞপ্তি জারি বিকাশ ভবনের৷ ফলে, এখন থেকে পাস বা অনার্স গ্র্যাজুয়েট শিক্ষকদের পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকরাও পে প্রোটেকশনের আওতায় পড়বেন৷

পে প্রোটেকশনের জোড়া বিজ্ঞপ্তি, বড় জয় শিক্ষকদেরস্কুল শিক্ষা দপ্তরের তরফে ৬ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের পে প্রোটেকশনের আওতায় এনেছে৷ এর আগে গত পয়লা আগস্ট পে প্রোটেকশনের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ১ আগস্ট যাঁদের বয়স ৪০ বছর বা তার কম সেই সমস্ত গ্র্যাজুয়েট শিক্ষক পে প্রোটেকশনের সুবিধা পাবেন৷ সংরক্ষিত শ্রেণিভুক্ত শিক্ষকরাও বয়সের  ছাড় পাবেন৷ ফলে বাড়ির কাছাকাছি স্কুল পাওয়ার জন্য শিক্ষকরা শেষ আরএলএসটিতে বসে সফল হয়ে নতুন জায়গায় যোগ দিয়েছিলেন, তাঁরা পে প্রোটেকশন পাবেন৷

মাধ্যমিক শিক্ষকও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র এক বিবৃতিতে বলেন, গত এক বছর ধরে রাজ্য সরকার স্পনসর্ড বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা যাঁরা দীর্ঘদিন চাকুরি করার পর আবার পুনরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন স্কুলে যুক্ত করার পর ইনিশিয়াল পে মেনে নিতে বাধ্য হয়েছিলেন তার প্রতিবাদে আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম। শিক্ষা মন্ত্রীকে বারবার আমরা বিষয়টি জানিয়েছি৷ তার সামনে তথ্যসহ তুলে ধরেছি, যে এইসব ক্ষেত্রে শিক্ষকরা পে প্রটেকশন পেতে বাধ্য।’’

পে প্রোটেকশনের জোড়া বিজ্ঞপ্তি, বড় জয় শিক্ষকদের
পে প্রোটেকশনের জোড়া বিজ্ঞপ্তি, বড় জয় শিক্ষকদের
পে প্রোটেকশনের জোড়া বিজ্ঞপ্তি, বড় জয় শিক্ষকদের
পে প্রোটেকশনের জোড়া বিজ্ঞপ্তি, বড় জয় শিক্ষকদের

তিনি আরও বলেন, ‘‘অবশেষে সেই পে প্রটেকশনের সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে গত কয়েক দিন আগে। সেম স্কেলে শিক্ষকরা পে প্রটেকশন পেলেও যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা অনার্স গ্রাজুয়েট বা পাশ গ্র্যাজুয়েট স্কেল থেকে পোস্ট গ্রাজুয়েট স্কেলে নতুন করে পরীক্ষা দিয়ে পোস্ট গ্রাজুয়েট স্কেলে জয়েন করেছিলেন তাঁরা পে প্রোটেকশন পাননি। অবশেষে শিক্ষা দপ্তর থেকে সেই পে প্রটেকশনের বিজ্ঞপ্তি জারি করেছে৷ এটা দীর্ঘ আন্দোলনের জয়। এতে প্রমাণিত হল যে সঠিক পথে আন্দোলন করলে দাবি আদায় করা সম্ভব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *