শুধু মোদী এবং হিন্দুত্ব আর কাজ করছে না! বিজেপিকে সতর্ক করল RSS

শুধু মোদী এবং হিন্দুত্ব আর কাজ করছে না! বিজেপিকে সতর্ক করল RSS

8d632cdea6428c77049944b4f5228a18

নয়াদিল্লি: গেরুয়া ঝড়। একটাই নাম, নরেন্দ্র মোদী। চারিদিকে হিন্দু হিন্দু রব। মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার প্রথমবার ক্ষমতায় আসার সময় থেকেই এইসব শব্দ শোনেননি এমন মানুষ হয়তো দেশে নেই। পদ্মবাহিনী এই বক্তব্য এবং চমককে হাতিয়ার বানিয়েই এত বছর কাটিয়ে দিয়েছে। বিগত বছরগুলিতে নরেন্দ্র মোদী বিশ্বমঞ্চে নিজের একটা আলাদা জায়গা করেছেন। দেশের মধ্যেই হিন্দুত্ববাদী ধারনার কার্যত বিস্ফোরণ হয়েছে। ঠিক। কিন্তু এবার? আগামী লোকসভা ভোটেও কি এমন আবহ বজায় থাকবে? এই নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে আরএসএস। শুধু সন্দেহ প্রকাশ নয়, বিজেপিকে এই ইস্যুতে সতর্কও করেছে তারা। 

আরএসএস-এর ইংরেজি মুখপত্র ‘অর্গানাইজার’ এই বিষয় নিয়ে বিজেপিকে সতর্কবার্তা দিয়েছে। জানান হয়েছে, তারা মনে করছে একা মোদীর জনপ্রিয়তা বা হিন্দুত্ববাদ আর বিজেপিকে শক্তিশালী করতে পারবে না। টানা ৯ বছর ধরে যে গেরুয়া হাওয়া দেশে বইছে তার গতি আপাতত কমছে বলেই মনে করছে সংঘ। তাঁদের স্পষ্ট কথা, আগামী দিনে ভোটে জিততে গেলে শুধুমাত্র মোদী-মোদী নাম এবং হিন্দুত্ববাদী রাজনীতি চলবে না। এর থেকে বাইরে বেরিয়ে এসে কিছু করতে হবে। একই সঙ্গে এটাও বলা হয়েছে, বিজেপিকে যা করতে হবে এখন থেকেই করতে হবে। বেশি ঢিলেমি করলে সময় নষ্ট তো হবেই, আগামী দিনে প্রবলভাবে চাপে পড়তে পারে তারা। এক্ষেত্রে আরএসএস তাঁদের মুখপত্রে বিজেপিকে কিছু পরামর্শও দিয়েছে।