উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় পর্বের বিজ্ঞপ্তি SSC-র

কলকাতা: মামলার গেরোয় থকমে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া৷ নিয়োগে অনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টে আগেই বড়সড় ধাক্কা খেয়েছে স্কুল সার্ভিস কমিশন৷ দীর্ঘ ৪ বছর নানান জটিলতা কাটিয়ে শিক্ষক নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়ায় গত ১৫ জুলাই পর্যন্ত ২৪ হাজার ৫৬৪ চাকরিপ্রার্থীকে ডেকেছে স্কুল সার্ভিস কমিশন৷ এর পরও নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ মেনে

90cfdeb664d30657923fa22c61bf1e4a

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় পর্বের বিজ্ঞপ্তি SSC-র

কলকাতা: মামলার গেরোয় থকমে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া৷ নিয়োগে অনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টে আগেই বড়সড় ধাক্কা খেয়েছে স্কুল সার্ভিস কমিশন৷ দীর্ঘ ৪ বছর নানান জটিলতা কাটিয়ে শিক্ষক নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়ায় গত ১৫ জুলাই পর্যন্ত ২৪ হাজার ৫৬৪ চাকরিপ্রার্থীকে ডেকেছে স্কুল সার্ভিস কমিশন৷ এর পরও নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ মেনে মামলাকারীদেও ইন্টারভিউ ডাকে স্কুল সার্ভিস কমিশন৷ এবার দ্বিতীয় দফায় আরও বেশ কয়েকজন মামলাকারীকে ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাকছে স্কুল সার্ভিস কমিশন৷ আজ বিজ্ঞপ্তি জারি করে দ্বিতীয় দফায় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি এসএসসির৷

আজ বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২০ ও ২২ আগস্ট ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে৷ কারা এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন, তা জানা যাবে ১৬ আগস্ট৷ ওই দিনই চাকরিপ্রার্থীরা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নেওয়ার নথিপত্র ডাইনলোড করতে পারবেন৷ এবং ওই দিনই ইন্টারভিউ সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশন তার নিজস্ব ওয়েবসাইটে জনিয়ে দেবে৷

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় পর্বের বিজ্ঞপ্তি SSC-রকিন্তু, দীর্ঘ এই পর্ব কাটিয়ে কবে প্রকাশ হবে উচ্চ প্রাথমিকের প্যালেন? কত শূন্যপদে করা হবে নিয়োগ? চাকরিপ্রার্থীদের এহেন প্রশ্নের জবাব দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার৷ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশের বিষয়ে আজ বিকেল ডট কমকে এর আগে এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন, আগে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হোক, তারপর প্যালেন প্রকাশ করা হবে৷

মেধাতালিকার প্রস্তুতি প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ‘‘শুনুন, প্যানেল পাবলিশ হয়ে প্রসেস কমপ্লিট৷ এর আগে পরে আর ভেবে লাভ নেই৷’’ কত শূন্যপদে হতে পারে নিয়োগ? জবাবে সৌমিত্রবাবু বলেন, ‘‘এখন সেটা বলতে পারবো না৷ ভ্যাকান্সি কি আপডেট হবে না হবে তা আগে বলতে পারব না। আমি তো আপনাকে বলছি, আমি ক্যাটারিংয়ের মালিক খাসির মালিক নই৷’’ অর্থাৎ, কমিশন মেধাতালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে৷ মামলাকারীদের ইন্টারভিউ পর্ব শেষ হলে প্রকাশিত হতে পারে মেধাতালিকা৷ বিকাশভবন থেকে শূন্যপদ সংক্রান্ত অনুমোদন আসার সেই মেধাতালিকা প্রকাশ করা হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *