আরও ২ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হওড়া: ক্ষুদ্র ও কুটির শিল্পের বাংলার আরও দু’লক্ষ কর্মসংস্থার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ আজ হওড়ায় বাংলার ক্ষুদ্র ও কুটির জন্য পার্ক তৈরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ এই পার্ক তৈরির জন্য ১৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে ঘোষণা মমতার৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট ১৬৩৩ একর জমির উপর ক্ষুদ্র ও কুটির শিল্প পার্কগুলি তৈরি হবে৷ এই পার্ক কার্যকর

850e26f17158f63b7454a61f844d4ada

আরও ২ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হওড়া: ক্ষুদ্র ও কুটির শিল্পের বাংলার আরও দু’লক্ষ কর্মসংস্থার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ আজ হওড়ায় বাংলার  ক্ষুদ্র ও কুটির জন্য পার্ক তৈরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ এই পার্ক তৈরির জন্য ১৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে ঘোষণা মমতার৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট ১৬৩৩ একর জমির উপর ক্ষুদ্র ও কুটির শিল্প পার্কগুলি তৈরি হবে৷ এই পার্ক কার্যকর হলে বাংলায় প্রায় ২ লক্ষ কর্মসংস্থান হবে বলেও জানান তিনি৷ বলেন, ‘‘আমি চাই বাংলায় শিল্প আসুক৷ কর্মদিশা দেখাতে হবে আমাদের৷ এই কাজে ক্ষুদ্র ও কুটির শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ আমদানি-প্তানি যাতে ভালো হয়, সেদিকে বিষয় নজর দিতে হবে আমাদের৷’’

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘‘আমরা কেউ হিংসা চাই না৷ আশান্তি চাই না৷ আমরা চাই, কাজের প্রতিযোগিতা৷ আসুন আমরা সবা কাজের প্রতিযোগিতা করি৷’’ শ্রমিক উন্নয়নের দাপাদাবি রুখতে মমতার হুঁশিয়ারি, ‘‘আগে তো এখানে ৭০ থেকে ৮০ লক্ষ ম্যান্ডেজ (একজন কর্মীর এক দিনের কাজকে একটি কর্ম দিবস বা ম্যান্ডেজ হিসাবে ধরা হয়) নষ্ট হত ট্রেড ইউনিয়নের জন্য৷ অনেকে আছে, দেখবেন কোন কাজ করতে পারে না৷ কাজ না করেও  ট্রেড ইউনিয়ন খুলে বসে আছে৷ আমি চাই, যারা শ্রমিক ইউনিয়ন করেন, তাঁরা তাঁদের দাবি-দাওয়া নিশ্চয়ই পাবেন৷ কিন্তু তাই বলে কথায় কথায় গেট বন্ধ করে দেওয়া ঝান্ডা নিয়ে বসে৷ আমি এটার বিপক্ষে৷ আমারা সমস্যা সমাধান করব৷ আমি শ্রমিক-মালিকদের মিলিয়ে দেব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *