ইম্ফল: ৬টি এফআইআরের ভিত্তিতে মণিপুরে তদন্ত শুরু করেছিল সিবিআই। গঠন করা হয়েছিল সিট। কিন্তু তাতে কি আদৌ কোনও লাভ হচ্ছে? যে খবর সামনে আসছে তাতে উত্তর মিলছে, না! কারণ অশান্তি থামার কোনও লক্ষণ নেই উত্তর-পূর্বের এই রাজ্যে। মণিপুরের একাধিক জায়গায় জঙ্গিদের দল দাপিয়ে বেড়াচ্ছে বলে খবর। মঙ্গলবার রাতে অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামে ঢুকে রীতিমতো তাণ্ডব চালিয়েছে তারা। মহিলা-সহ ৯ জনকে গুলি করে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া আহত বহু মানুষ।
পূর্ব ইম্ফল এবং কাংপোকি জেলার সীমানায় অবস্থান করা খামেলোক এলাকায় এই জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই আবহে মঙ্গলবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে কুকি জঙ্গিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তাতেও একাধিক মানুষ আহত হয়েছিল। কিন্তু সেই সময়ে কারোর মৃত্যু হয়নি। তবে মাঝরাতের ঘটনায় প্রাণ গিয়েছে ৯ জনের।
” style=”border: 0px; overflow: hidden”” title=”Murder due to extramarital affair | অবৈধ সম্পর্কের জেরে খুন নদীয়া শান্তিপুর থানার গোবিন্দপুরের যুবক” width=”853″>
বিগত কয়েক দিন ধরে মণিপুরের একাধিক এলাকা থেকে ঘর-বাড়ি পোড়ানো থেকে শুরু করে মানুষ খুনের খবর সামনে আসছে। মেইতেই জনগোষ্ঠীর তরফে দাবি করা হয়েছে মায়ানমার সীমান্ত পেরিয়ে জঙ্গিরা হামলা চালাচ্ছে। তবে ‘ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরাম’-এর অভিযোগ, হামলাকারীরা আদতে মেইতেই জনগোষ্ঠীর। চলতি সপ্তাহেই সেনা অভিযান চলাকালীন গুলিতে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। অসম রাইফেলসের ২ জওয়ান এখন হাসপাতালে চিকিৎসাধীন। তফসিলি জনজাতিদের একাংশ অভিযোগ করেছে, মণিপুরে হিংসা ঠেকাতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলোর সামনে বিক্ষোভও হয়েছে এই ইস্যুতে।